1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অলিম্পিক আয়োজনে চীন পুরোপুরি সফল

রিয়াজুল ইসলাম২৪ আগস্ট ২০০৮

বেইজিং অলিম্পিক তো শেষ হলো৷ কিন্তু এবার দলগুলোর পারফরমেন্স কেমন ছিলো?

https://p.dw.com/p/F43Z
শেষ হলো অলিম্পিকছবি: AP

বেইজিংয়ে অবস্থানরত বাংলাদেশের সিনিয়র ক্রীড়া সাংবাদিক মোজাম্মেল হক জানিয়েছেন এবারের গেমসে মোট ৩৮টি বিশ্বরেকর্ড গড়েছেন প্রতিযোগীরা৷ এর পাশাপাশি ৮৫টি অলিম্পিক রেকর্ড ভাঙ্গাগড়া হয়েছে এবারের গেমসে৷

অন্য যে কোন অলিম্পিকের তুলনায় এবার সবচে বেশী রেকর্ড গড়া ও ভাঙ্গা হয়েছে বলে জানিয়েছেন মোজাম্মেল হক চঞ্চল৷ এছাড়া এবার নতুন কোন তারকার জন্ম না হলেও মাইকেল ফেল্পস ও উসাইন বোল্টের মত যেসব তারকাদের ওপর প্রত্যাশা বেশী ছিলো তারা ভালো করেছেন বলে তিনি জানিয়েছেন৷ তবে মাইকেল ফেল্পসের তুলনায় উসাইন বোল্টকে তিনি এগিয়ে রাখছেন৷ কারণ অলিম্পিকের সেরা ইভেন্ট হচ্ছে ট্রাক এন্ড ফিল্ড এবং এ ইভেন্টে সবচে বেশী প্রতিযোগীতা হয় বলে উসাইন বোল্টকে সেরা ধরছেন ক্রীড়া সাংবাদিক মোজাম্মেল হক চঞ্চল৷

এছাড়া অলিম্পিক কভার করতে আশা বেশীরভাগ সংবাদ কর্মী মনে করছেন অলিম্পিক আয়োজনে চীন পুরোপুরি সফলতা দেখাতে পেরেছে৷