1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘‘অল রোডস লীড টু রোম’’

২৭ মে ২০০৯

আর ঘন্টা দুয়েক বাদেই রোমের স্টাডিও অলিম্পিকো’তে চ্যাম্পিয়নস লীগের ফাইনাল: বার্সেলোনা বনাম ম্যানচেস্টার ইউনাইটেড৷

https://p.dw.com/p/HygG
ছবি: AP Graphics/DW

আনন্দের উপলক্ষ, কিন্তু চাঁদের কলঙ্কের মতো ইতিমধ্যেই ফ্যানদের মারামারি, ছোরাছুরি ইত্যাদি কিছু কিছু হয়ে গিয়েছে, যদিও মারাত্মক অথবা ব্যাপক কিছু নয়৷ এবং পরিস্থিতিও পুলিশের নিয়ন্ত্রণে৷ স্টাডিও অলিম্পিকোয় থাকবে ৬৭,০০০ দর্শক৷ ম্যানচেস্টার ইউনাইটেড নামছে ১৯৯১ সালে কাপ উইনার্স কাপ ফাইনালে তারা যে সাদা জার্সি পরে বার্সাকে হারিয়েছিল, ঠিক সেই ড্রেসে৷ তবে বার্সার কোচ পেপ গুয়ার্ডিয়োলা বলেছেন, বার্সা খেলবে তাদের স্বাভাবিক, প্রকৃতিগত খেলা, তাদের আক্রমণাত্মক প্রবৃত্তিতে এতোটুকু লাগাম না টেনে৷ আর আমরা কি বলতে পারি? ‘‘ওলে!''

‘‘ইয়োগি'' লোয়েভ গেলেন চীন, ভাবছেন দক্ষিণ আফ্রিকা

জার্মান কোচ ইওয়াখিম লোয়েভ ঠিক এরকম একটা সময়ে তাঁর জাতীয় একাদশকে নিয়ে খেলতে গেছেন প্রথমে শাংহাইতে, পরে যাবেন দুবাই৷ অথচ আগামী শনিবার বায়ার লেভারকুজেন বনাম ভের্ডার ব্রেমেন জার্মান কাপ ফাইনাল৷ মিশায়েল বালাক আবার চেলসি'র হয়ে খেলছেন ইংলিশ কাপ ফাইনালে৷ কাজেই লোয়েভের অনেক বাঁধা এবং পাকা খেলোয়াড়ই এ'যাত্রায় অনুপস্থিত৷ তবে তাদের জায়গায় অনভিজ্ঞ এবং আনকোরা নবাগতরা সুযোগ পাবে কোচের সামনে তাদের কেরামতি দেখানোর, যদি ২০১০ সালের বিশ্বকাপ দলে স্থান পাওয়া যায়!

প্রতিবেদক: অরুণ শঙ্কর চৌধুরী, সম্পাদনা: সঞ্জীব বর্মন