1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অপর এক যোদ্ধাকে নিজের চোখ দান করেন মুক্তিযোদ্ধা ডলি

১৬ নভেম্বর ২০১১

তিন ভাই এর সাথে নিজেও বাংলাদেশের মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা রাখেন সৈয়দা সুফিয়া ফেরদৌস আরা পারভীন ডলি৷ এক ভাই মুক্তিযুদ্ধে শহীদ হন৷ এছাড়া তিনি অপর এক মুক্তিযোদ্ধাকে নিজের চোখের কর্নিয়া পর্যন্ত দান করে দেন৷

https://p.dw.com/p/13AxP
মুক্তিযুদ্ধের সেনারা সবাই তাদের প্রাপ্য স্বীকৃতি পেয়েছেন কি?ছবি: Harun Ur Rashid Swapan

ডলি ফেরদৌস নামেই সমধিক পরিচিত তিনি৷ ১৯৫৪ সালে বগুড়ার সাতশিমুলিয়ায় জন্ম৷ বাবা আলহাজ্ব বজলুর রহমান এবং মা হাজি মালেকা চৌধুরী৷ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরুর সময় রংপুর কারমাইকেল কলেজের ছাত্রী ডলি৷ মাধ্যমিক পরীক্ষা পাস করে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তি হয়েছিলেন৷ রংপুরে তাঁর পিতার আসবাবপত্র তৈরির কারখানা ছিল৷ ফলে সপরিবারে তাঁরা রংপুরে ছিলেন৷ কিন্তু ২৫ মার্চ পাক হানাদার বাহিনীর হত্যা-নির্যাতন শুরুর আগেই বিহারিরা তাঁদের উপর হামলা চালায়৷ তাই তাঁরা রংপুর ছেড়ে বগুড়া চলে আসেন৷

কিন্তু যুদ্ধ শুরু হলে গ্রামের বাড়িতে গিয়েও রক্ষা পাননি তাঁরা৷ এক গ্রাম থেকে আরেক গ্রামে পাড়ি জমালেও পাক বাহিনী সেদিকেও ধাওয়া করে৷ গ্রামের পর গ্রাম আগুন দিয়ে জ্বালিয়ে দেয় এবং ঘর-বাড়ি ধ্বংস করে৷ এসময় তাঁর ভাইয়েরা যুদ্ধে অংশগ্রহণের জন্য প্রশিক্ষণ নিতে ভারত চলে যান৷ তবে ভাইয়েরা বিভিন্ন অভিযানের জন্য গ্রামে আসতেন৷ ডলির কাছে অস্ত্রশস্ত্র রাখতেন৷ ডলি এসব গ্রেনেড ও অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখতেন এবং এক বাড়ি থেকে আরেক বাড়ি, এক গ্রাম থেকে আরেক গ্রামে গিয়ে প্রস্তুতিমূলক কাজ করতেন৷ এসময় তাঁর ভাই ডলিকে গ্রেনেড দিয়ে নির্দেশ দেন যে, পাক সেনাদের হাতে পড়ে গেলে এবং বাঁচার কোন উপায় না থাকলে এই গ্রেনেড'এর বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেবে৷ সেজন্য মানসিকভাবে প্রস্তুতও ছিলেন ডলি৷

জীবনের ঝুঁকি নিয়ে হলেও দেশমাতৃকার মুক্তির জন্য ভাইদের সহ অন্যান্য মুক্তিযোদ্ধাদের নানাভাবে সহায়তা করতেন৷ এছাড়া ৪৫ জন মুক্তিযোদ্ধার একটি দলের সাথে বিভিন্ন অভিযানেও যেতেন ডলি৷ তাঁর ভাষায়, ‘‘রাতের বেলা অভিযান চালিয়ে দিনের বেলা আবার নতুন জায়গায় পাড়ি জমাতে হতো৷ নতুন গ্রামে গিয়ে আশ্রয় নিতে হতো৷ এমনকি ভাইয়েরা এবং অন্যান্য মুক্তিযোদ্ধারাও বলতো যে, ডলি ছাড়া তো অভিযান সফল হয় না৷ তাছাড়া ডলি অভিযানে থাকলে আমরা যুদ্ধের মাঠ থেকে প্রচুর অস্ত্রশস্ত্র হাতে পাই৷''

Unabhängikeitsfeier in Bangladesh
আগামী প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা বাঁচিয়ে রাখার প্রচেষ্টা চলছেছবি: AP

কিছুদিন পরে যোগ হয় রাজাকারদের তৎপরতা৷ রাজাকাররা তাদের গোপন তৎপরতা ও গেরিলা অভিযানের খবর পাচার করতো৷ ফলে শেষ পর্যন্ত যুদ্ধ জয়ের মাধ্যমে দেশ স্বাধীন করার প্রত্যয়ে ভারত পাড়ি জমান ডলি এবং তাঁর পরিবার৷ ভারতের আসামের গোয়ালপাড়ায় আশ্রয় নেন তাঁরা৷ ১১ নম্বর সেক্টরের আওতায় কাজ শুরু করেন ডলি৷ সেখানে অস্ত্র চালনাসহ অন্যান্য প্রশিক্ষণ গ্রহণ করেন৷ ত্রাণ শিবিরগুলোতে শিশুদের দুধ এবং অন্যান্য খাবার বিতরণের কাজ করেছেন৷ সেখানে দুধ ও খাবার বিতরণের কাজে ভারতীয় রেডক্রসের প্রধান স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন৷

মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে কাজ করার পেছনে ডলির সামনে অন্যতম উৎসাহ হিসেবে কাজ করে পাক সেনাদের এক নিষ্ঠুর আচরণ৷ তিনি বলেন, ‘‘একদিন সকালে আমাদের পাশের গ্রামে পাক সেনারা এসে এক প্রসূতি নারীকে ধর্ষণ করে এবং তারপর আবার বেয়নেট দিয়ে আঘাত করে মারে৷ এমন ঘটনা দেখার পর আমার রক্ত যে মাথায় উঠল সেটা আমাকে ঝুঁকি নিয়ে কাজ করতে উৎসাহ জুগিয়েছে৷ আমার মন্ত্র ছিল ভীরুর মতো মরার চেয়ে মেরে মরতে হবে৷ এছাড়া শেখ মুজিবকে ধরে নিয়ে যাওয়ার পর আমরা আর কিছুই ভাবতে পারছিলাম না৷ একমাত্র নেশা ছিল যেভাবেই হোক তাঁকে মুক্ত করে আনতে হবে৷ আর দেশকে স্বাধীন করতে হবে৷''

মুক্তিযুদ্ধের একটি কৌশলের ব্যাপারে কঠোর বিরোধিতা করেছিলেন ডলি৷ এমনকি তিনি যুদ্ধের কমান্ডারদের বাধ্যও করেছিলেন তাঁর নীতির ব্যাপারে একমত হতে৷ তাঁর ভাষায়, ‘‘ভারতীয় সেনা সদস্যরা আমাদের বেশ সহযোগিতা করেছে৷ কিন্তু মাত্র অল্পদিন প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধাদেরকেও সামনের সারিতে পাঠিয়ে দিতো৷ মাত্র সাতদিন প্রশিক্ষণ নিয়ে তারা ঠিকমতো অস্ত্র চালনা রপ্ত করতে না পারলেও তাদের সামনে পাঠানোর বিরোধিতা করি আমি৷ এছাড়া দেশের ভেতর বিভিন্ন গ্রাম থেকে আসা ছেলেদের ফেরত পাঠাতে চাচ্ছিল তারা৷ কিন্তু আমি তাতেও বাধা দিয়ে বলেছি যে, আমি স্বচক্ষে দেখে এসেছি সেখানে কী ভয়াবহ অবস্থা তাই তাদেরকে এখানে রেখে প্রস্তুত করতে হবে৷ এছাড়া আহত মুক্তিযোদ্ধাদের নিজের ভাইয়ের মতো যত্ন করে সুস্থ করে তুলতাম আমরা৷''

শুধু তাই নয়, দেশ যখন স্বাধীন হয়, তখনও অনেকেই বিশ্বাস করতে চাচ্ছিল না যে, সত্যি বিজয় হয়েছে৷ তখন চিলমারির সাংসদ ফক্কু মিয়া তাঁকে ডেকে পাঠান যে, ডলি এসে বললেই সবাই বিশ্বাস করবে যে সত্যি দেশ স্বাধীন হয়েছে, বলে জানালেন এই সাহসী নারী৷

জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধ করলেও এখনও প্রকৃত স্বীকৃতি মেলেনি বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি৷ এমনকি ভারতীয় রেড ক্রস থেকে তাঁর কাজের স্বীকৃতি হিসেবে সনদ পেয়েছেন৷ কিন্তু স্বাধীন দেশে বঞ্চনার শিকার হন ডলি৷ দেশের সরকার পাল্টালে মুক্তিযোদ্ধাদের তালিকা পাল্টে যায় - এমন ঘটনায় তিনি অত্যন্ত ব্যথিত৷ দেশ স্বাধীন হওয়ার পর আবারও লেখাপড়ায় মন দেন৷ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয় নিয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন ডলি৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান