1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তত্ত্বাবধায়ক সরকারের দাবি

১৬ ফেব্রুয়ারি ২০১২

আগামী সাধারণ নির্বাচনের সময় অন্তর্বতী সরকার নিয়ে এখনই আলোচনা শুরুর পক্ষে শাসক দল আওয়ামী লীগ এবং তাদের শরিক দলের নেতারা৷ তবে আলোচনা শুরুর প্রক্রিয়া কে করবে তা নিয়েই তত মতভেদ৷

https://p.dw.com/p/1448x
ছবি: picture-alliance/Dinodia Photo

বিএনপি নেতারা বলেছেন, আলোচনা শুরু করতে হবে সরকারকেই৷ আর তা হতে হবে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে৷

ঢাকা সফররত মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী রাবার্ট ও ব্লেক বুধবার রাতে বিরেধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের জানান, তার আশা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে একমত৷ তা যে পদ্ধতিতেই নির্বাচন হোক না কেন৷ আলাপ আলোচনার মাধ্যমে তারা একমত হতে পারবেন৷

আর বৃহস্পতিবার আওয়ামী লীগের প্রিসিডিয়াম সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন, তারা অন্তর্বতী সরকার নিয়ে এখনই আলোচনা শুরুর পক্ষে৷ বিরোধী দল সংসদে এসে এনিয়ে কথা বলতে পারে৷

Sheikh Hasina
অন্তর্বতী সরকারের দাবি নিয়ে চাপের মুখে শেখ হাসিনাছবি: dapd

ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন এমপি বলেন, এই আলোচনা সংসদের বাইরেও হতে পারে৷ তবে উদ্যোগ নিতে হবে বিএনপিকেই৷

একই অনুষ্ঠানে বিএনপি নেতা ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ দাবি করেন, আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে৷ আর সে আলোচনা হতে হবে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে৷

আর বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি'র পক্ষে সংসদে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিল পাশ করা সম্ভব নয়৷ কারণ তাদের সংসদে আসন মাত্র ৩০টি৷ তার জোর দিয়ে বলেন, গণদাবির পক্ষে সরকারকেই কাজ করতে হবে৷

তবে এই নেতারা সবাই মনে করেন, আলাপ আলোচনার মাধ্যমই সঙ্কটের সমাধান সম্ভব৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য