1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অন্তর্বর্তী সরকার

৪ আগস্ট ২০১২

অন্তর্বর্তী সরকারের রূপরেখা নিয়ে প্রধান বিরোধী দল বিএপির সঙ্গে শিগগিরই আলোচনা শুরু করবে সরকার৷ অন্য দিকে ঢাকায় এক আলোচনা সভায় বক্তারা বলেছেন অনির্বাচিত ব্যক্তিদের অন্তর্বর্তী সরকারে রাখা যাবেনা৷

https://p.dw.com/p/15jyH
ছবি: picture-alliance/Dinodia Photo

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ মনে করেন কী ধরণের সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন হবে তা নিয়ে আলাপ আলোচনার এখনো যথেষ্ট সময় আছে৷ তবু্ও দেশের মানুষের প্রত্যাশা পুরণে এবং বিরোধী দলের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে শিগগিরই বিরোধী দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের রূপরেখা নিয়ে আলোচনা শুরু হবে৷ প্রধানমন্ত্রী যে প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাবের বাস্তবায়ন করা হবে৷ বিরোধী দল যদি বলে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা নির্বাচনেই যাবে না তাহলে তারা তো আলোচনার সব পথ বন্ধ করে দিল৷

তিনি গ্রামীণ ব্যাংক এবং এর প্রতিষ্ঠাতা নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গেও কথা বলেন৷ তিনি বলেন, নোবেল জয় করলেই তো কেউ আইনের উর্ধ্বে উঠে যান না৷ তিনি যদি ট্যাক্স ফাঁকি দিয়ে থাকেন সরকার কি তা জানতেও চাইতে পরবেনা?

এদিকে ঢাকায় এক অনুষ্ঠানে বক্তারা বলেছেন আগামী নির্বাচন হতে হবে সুষ্ঠু ও নিরপেক্ষ৷ আর তা করতে গিয়ে অনির্বাচিত ব্যক্তিদের দিয়ে কোন অন্তর্বর্তী সরকার তারা সমর্থন করেন না ৷ বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহীম খালেদ বলেন, সেই সরকারে শেখ হাসিনা ও খালেদা জিয়া দু'জনই থাকতে পারেন৷ তবে কোনভাবেই অনির্বাচিত কোন ব্যক্তি যেন অন্তর্বর্তী সরকারে না থাকেন৷

আর শিক্ষাবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন গণতান্ত্রিক দেশগুলোতে যেভাবে নির্বাচন হয় আমাদের দেশেও সেরকম হতে হবে৷ তার মতে কবে রাজনীতিবিদরা দায়িত্বশীল হবে তার জন্য অনন্তকাল বসে থাকা যাবেনা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য