1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাইন ইলেভেন

১১ সেপ্টেম্বর ২০১২

অনাড়ম্বরভাবেই এবার যুক্তরাষ্ট্রে পালিত হচ্ছে নাইন ইলেভেনের ১১তম বর্ষপূর্তি৷ এর মধ্যেও চলছে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা৷ এদিকে আল কায়েদার অন্যতম শীর্ষ নেতার মৃত্যুর খবর প্রকাশিত হলো ঠিক নাইন ইলেভেনের বর্ষপূর্তির আগে৷

https://p.dw.com/p/166hX
**FILE** The south tower of New York's World Trade Center, left, begins to collapse after a terrorist attack on the buildings as shown in this Sept. 11, 2001, file photo. Federal investigators believe the second World Trade Center tower fell much more quickly than the first because it faced a more concentrated, intense fire inside, officials said Tuesday. Oct. 19, 2004. Investigators have singled out this Associated Press photograph that they said may provide evidence to support their theory which shows a "kink" in the building's corner at the 106th floor. (AP Photo/Gulnara Samoilova, FILE)
ছবি: AP

গত বছর নিউ ইয়র্কের গ্রাউন্ড জিরোতে নাইন ইলেভেনের দশম বর্ষপূর্তিটি ছিলো আড়ম্বরপূর্ণ৷ সংবাদ মাধ্যমগুলোর ব্যাপক প্রচারণা ছিলো৷ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভীড় ছিলো নাইন ইলেভেনের বর্ষপূর্তি পালন অনুষ্ঠানে৷ তবে এবার তারা কেউ থাকছেন না৷ ওবামা ও তার স্ত্রী মিশেল হোয়াইট হাউসের বাইরে নীরবতা পালন করবেন৷ এরপর যাবেন পেন্টাগনের স্মৃতি জাদুঘরে৷ অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন যাবেন পেনসিলভেনিয়ার শ্যাঙ্কসভিল শহরে, যেখানে ছিনতাই হওয়া একটি বিমান আছড়ে পড়েছিলো৷ নির্বাচনী প্রচারণাও বন্ধ থাকছে না এইদিন৷ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন বারাক ওবামার সমর্থনে মায়ামিতে এক জনসভায় বক্তব্য রাখবেন৷

তবে নিউ ইয়র্কবাসী দিনটিকে স্মরণ করবে গ্রাউন্ড জিরোতে সমবেত হয়ে৷ সেখানে একে এক পড়ে শোনানো হবে সন্ত্রাসী হামলায় নিহত ২,৯৮৩ জনের নাম৷ যে মুহূর্তে চারটি বিমানকে ছিনতাই করা হয়েছিলো সেই মুহূর্তে নীরবতা পালন করা হবে৷ দ্বিতীয় দফায় নীরবতা পালন করা হবে যে মুহূর্তটিতে আকাশচুম্বী টুইন টাওয়ার ধ্বসে পড়েছিলো৷ যদিও এখন সেই জায়গাটিতেই আবারও আকাশ ছুঁয়ে উপরে উঠছে নতুন ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার৷ নিউ ইয়র্কের সবচেয়ে উঁচু ভবন ছিলো ধ্বংস হওয়া টুইন টাওয়ার৷ নতুন টাওয়ারও হয়ে উঠবে নিউ ইয়র্কের সবচেয়ে উঁচু ভবন৷

A square pool, center, at the National September 11 Memorial is surrounded by ongoing construction, Sunday, April 1, 2012 at the World Trade Center in New York. The steel framework, lower left, for the Vehicle Security Center rises next to the excavated area, lower center, of the former Deutsche Bank building. (Foto:Mark Lennihan/AP/dapd)
আবারও আকাশ ছুঁয়ে উপরে উঠছে নতুন ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার৷ছবি: AP

এদিকে এগারই সেপ্টেম্বরের আগ মুহূর্তে মার্কিন জনগণের জন্য একটি খুশির খবর জানালো আল কায়েদা৷ সংগঠনের প্রধান আইমান আল জাওয়াহিরির প্রকাশিত একটি ভিডিওতে স্বীকার করা হয়েছে তাদের দ্বিতীয় শীর্ষ নেতা আবু ইয়াহইয়া আল লিবি আর জীবিত নেই৷ গত ৪ জুন পাকিস্তানের ওয়াজিরিস্তানে ড্রোন হামলায় তিনি নিহত হয়েছেন৷ জাওয়াহিরির ৪২ মিনিটের এই ভিডিওটির কথা জানিয়েছে সাইট এবং ইন্টেলসেন্টার নামে দুটি ইন্টারনেট সংস্থা৷ ধারণা করা হতো, লিবি ছিলেন বিশ্বব্যাপী আল কায়েদার প্রচারণার নাটের গুরু৷ তার মৃত্যু আল কায়েদার জন্য বড় একটি আঘাত বলে মনে করা হচ্ছে৷

আরআই/এসবি (এএফপি)