1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৮০ বছর পরও জনপ্রিয়তা কমেনি টিনটিন-এর

৮ জুলাই ২০০৯

টিনটিন-কে মনে আছে? সেই যে, সেই ক্ষুদে সাংবাদিক? যাকে বেলজিয়ামের রাষ্ট্রীয় প্রতিনিধি বলা হতো? হ্যাঁ, বেলজীয় লেখক-চিত্রকর জর্জ রেমি বা হার্জ-এর আঁকা বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় কমিক্স হলো এই টিনটিন৷ ফরাসি ভাষায় তাঁতাঁ৷

https://p.dw.com/p/IjTz
ছবি: dpa

১৯২৯ সালের ১০ই জানুয়ারী বেলজীয় সংবাদপত্র লে ভিংটিয়েম সিএকেল-এর শিশুদের ক্রোড়পত্র লে পেটি ভিংটিয়েম-এ প্রথম প্রকাশিত হয় কমিক্সটি৷ অর্থাৎ এ বছর, ৮০ বছর পূর্ণ হলো টিনটিন-এর৷ কিন্তু, এতো বছর পরও জনপ্রিয়তার মাত্রা একচুলও কমিনি টিনটিন-এর৷ গত রবিবার বেলজিয়ামের দক্ষিণে অবস্থিত নামুর-এ হার্জ-এর আঁকা টিনটিন-এর পাঁচ-পাঁচটি পূর্ণ দৈর্ঘের ছবি প্রায় ১১ লক্ষ ৭২ হাজার ইউরো এনে দেয়৷ জানান সেখানকার রপস অকশন হাউস-এর কর্মকর্তা থিবো ভান হুট৷

Tintin - Krabbe mit dem goldenen Scheren
অনূদিত হয়েছে ৫৮টিরও বেশী ভাষায়

হার্জ টিনটিন-এর নানা রোমাঞ্চকর কাহিনী নিয়ে প্রায় ২৩টি বই লিখেছিলেন৷ যাঁর লেখা কমপক্ষে ২০ কোটি টিনটিন কমিক্স বিক্রি হয়েছে এখনও পর্যন্ত৷ আর তা অনূদিত হয়েছে ৫৮টিরও বেশী ভাষায়৷ শোনা যায়, বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় এই সিরিজটির প্রায় ২০০ মিলিয়ন কপি বেশি বিক্রি হয়েছে৷ এমনকি, তা অনুবাদও হয়েছে ৭০টি ভাষায়৷

আর হবে নাই বা কেন ? শুধু পরোক্ষ সাংবাদিকতা নয়, টিনটিন-এর মূল কাজ যে ছিল অন্যায়-অনিয়মের বিরুদ্ধে লড়াই করা৷ তবে একা নয়, তাঁর সর্বক্ষণের সঙ্গী বিশ্বস্ত কুকুর স্নোয়ী বা আমাদের কুট্টুস-কে নিয়ে৷ এছাড়া ক্যাপ্টেন হ্যাডক, প্রফেসর ক্যালকুলাস, আনাড়ি গোয়েন্দা থম্পসন এবং থমসন-এর মজার কীর্তিকলাপও টিনটিনকে সাধারণ মানুষের আরো কাছে টেনে এনেছিলেন৷

এখানেই শেষ নয়৷ ইতিমধ্যেই টিনটিন-কে নিয়ে দু-দুটি পূর্ণদৈর্ঘের ছবি তৈরি হয়েছে৷ শুরু হতে যাচ্ছে আরো একটি চলচ্চিত্র নির্মাণের কাজ৷ খুব শিগগিরই৷ কথা অবশ্য ছিল বিখ্যাত চলচ্চিত্র নির্দেশক স্টিভেন স্পিলবার্গ ছবিটি পরিচালনা করবেন৷ কিন্তু, শেষ পাওয়া খবর অনুযায়ী, মার্কিন চলচ্চিত্র নির্মাণ সংস্থা ড্রিমওয়ার্কস-এর প্রথম টিনটিন চলচ্চিত্রটি পরিচালনা করবেন স্পিলবার্গ নয়, পিটার জ্যাকসন৷ বাজারে যা খবর, ‘দি অ্যাডভেঞ্চার অফ টিনটিন : সিক্রেট অফ দি ইউনিকর্ন' ছবির কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই৷ আর বন্ড তারকা ডেনিয়েল ক্রেইগ অভিনয় করছেন টিনটিন-এর চরিত্রে৷ ছায়াচবিটি মুক্তি পাবে ২০১১ সালে৷

Ausstellungstipps 29.12.2006 Centre Pompidou feiert 100. Geburtstag des Comic-Zeichners Hergé
১৯২৯ সালের ১০ই জানুয়ারী বেলজীয় সংবাদপত্র লে ভিংটিয়েম সিএকেল-এর শিশুদের ক্রোড়পত্র লে পেটি ভিংটিয়েম-এ প্রথম প্রকাশিত হয় কমিক্সটিছবি: AP

প্রতিবেদক: দেবারতি গুহ, সম্পাদনা: আবদুস সাত্তার