1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৪৫ দেশে বাংলা বিভাগ

আরাফাতুল ইসলাম৬ নভেম্বর ২০১৩

ডয়চে ভেলের বাংলা বিভাগের ভক্তরা ছড়িয়ে আছেন বিশ্বের কমপক্ষে ৪৫টি দেশে৷ এদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ভক্তের উপস্থিতি বাংলাদেশে৷ বাকিরা ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন৷ ফেসবুক পরিসংখ্যান জানাচ্ছে এই তথ্য৷

https://p.dw.com/p/1ACud
Gruppenbild Foto: Per Henriksen
ছবি: DW/P. Henriksen

ফেসবুকে ডয়চে ভেলের বাংলা বিভাগের আনুষ্ঠানিক পাতা চালু হয় সেই ২০০৮ সালে৷ বর্তমানে এই পাতার অনুসারী বা ভক্তের সংখ্যা বাড়ছে হুড়হুড়িয়ে৷ ৬ নভেম্বর পর্যন্ত ফেসবুক পাতায় ভক্তের সংখ্যা ছিল এক লাখ ছেষট্টি হাজার৷ ক্রমশই সেটা বাড়ছে৷

প্রতিটি ফেসবুক পাতার হালনাগাদ অবস্থা পর্যবেক্ষণ করার জন্য রয়েছে ‘‘পেজ ইনসাইটস'' অপশন৷ পাতার এডমিনরা এই অপশনে গিয়ে বিভিন্ন তথ্য জানতে পারেন৷ ডিডাব্লিউ (বাংলা ভাষা) পাতার পরিসংখ্যান বলছে, এই পাতার ভক্তদের মধ্যে সবচেয়ে বেশি নব্বই শতাংশের অবস্থান বাংলাদেশে৷ ৬ নভেম্বর, ২০১৩ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী শুধু ঢাকা শহরেই রয়েছেন ডয়চে ভেলের সত্তর হাজারের বেশি অনুসারী৷ আর প্রথম দশটি শহরের মধ্যে রয়েছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনাসহ বাংলাদেশের বিভিন্ন শহর৷

দেশভিত্তিক অনুসারীর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত৷ কলকাতা রয়েছে শহরভিত্তিক তালিকার ২৪তম স্থানে৷ ‘‘পেজ ইনসাইটস'' অনুযায়ী, বিশ্বের কমপক্ষে ৪৫টি দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন ডিডাব্লিউ (বাংলা ভাষা) পাতার অনুসারীরা৷ এর মধ্যে প্রথম দশটি দেশের তালিকায় রয়েছে যথাক্রমে বাংলাদেশ, ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, মালয়েশিয়া, জার্মানি, যুক্তরাজ্য, সিংগাপুর এবং মার্কিন যুক্তরাষ্ট্র৷ তালিকায় সবচেয়ে নীচে রয়েছে সাইপ্রাস৷ সেদেশে বাংলা বিভাগের অনুসারীর সংখ্যা মাত্র ২৩ জন৷এছাড়া আরো কয়েকটি দেশে এপাতার অনুসারী রয়েছে বলে ধারণা করা হয়৷

ডিডাব্লিউ (বাংলা ভাষা) পাতার অনুসারীদের মধ্যে পুরুষের সংখ্যা সবচেয়ে বেশি৷ ১৮ থেকে ৩৪ বছর বয়স অবধি অনুসারীদের মধ্যে প্রায় আশি শতাংশই পুরুষ৷ সামগ্রিকভাবে ফেসবুকের পুরুষ ব্যবহারকারীর সংখ্যা ৫৪ শতাংশ, নারী ৪৬ শতাংশ৷

প্রসঙ্গত, সম্প্রতি ইউটিউবে চালু হয়েছে ডয়চে ভেলের বাংলা বিভাগের চ্যানেল৷ এই চ্যানেলে বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ বিষয়ক বিভিন্ন ভিডিও প্রতিবেদন, সাক্ষাৎকার নিয়মিত প্রচার করা হচ্ছে৷ ইতোমধ্যে এই পাতার সাবস্ক্রাইবারের সংখ্যা পঞ্চাশের ঘর পেরিয়েছে৷ আর টুইটারে ডিডাব্লিউ (বাংলা ভাষা) পাতায় রয়েছেন প্রায় তিন হাজার অনুসারী৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য