1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২০২০ সালের অলিম্পিকের দৌড়ে টোকিও ও মাদ্রিদ

১ নভেম্বর ২০১২

টোকিও চায় শহরের ভাবমূর্তি ও মানুষের মনোবল বাড়াতে, মাদ্রিদ চায় আর্থিক সংকট থেকে মুক্তি পেতে৷ অলিম্পিক প্রতিযোগিতা আয়োজনের সুযোগের জন্য লড়াইয়ে নেমেছে দুই শহর৷

https://p.dw.com/p/16aro
ছবি: dapd

সংকটের সময় উৎসব কি ভালো দেখায়? নাকি সংকট কাটাতেই উৎসবের প্রয়োজন? এখানে উৎসব মানে অলিম্পিক প্রতিযোগিতা৷ বছরের পর বছর ধরে প্রস্তুতি, অবকাঠামোর উন্নয়ন ইত্যাদির পর মাত্র কয়েক দিন ধরে চলে প্রতিযোগিতার আসর৷ তারপর যে যার দেশে ফিরে যায়৷ কিন্তু সেই আয়োজনের সুফল ভোগ করে শহর, অঞ্চল ও গোটা দেশের মানুষ৷ বিনিয়োগ আকর্ষণ করা সহজ হয়, কর্মসংস্থানে জোয়ার আসে৷

মাদ্রিদ ও টোকিও ২০২০ সালের অলিম্পিকের আসর আয়োজন করতে চায়৷ আগামী বছরের ৭ই সেপ্টেম্বর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেস'এ এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷ আর্থিক ও অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশ স্পেনের রাজধানী এই প্রচেষ্টার মধ্যে বিপুল সম্ভাবনা দেখতে পাচ্ছে৷ অন্যদিকে ভূমিকম্প, সুনামি ও ফুকুশিমা পরমাণু কেন্দ্রে দুর্ঘটনার পর টোকিও শহরের ভাবমূর্তি ও মানুষের মনোবল পড়তির দিকে৷ এই অবস্থায় জাপান ঘটা করে অলিম্পিক আয়োজন করে এক ঢিলে একাধিক পাখি মারতে চায়৷

FILE - In this photo taken on May 24, 2012, Tokyo Gov. Shintaro Ishihara, chairman of Tokyo 2020 Council, speaks during a press conference in Tokyo after learning the Japanese capital was selected among the three finalists in the announcement of 2020 Olympic and Paralympic Games candidate cities in Quebec City, Canada. Addressing journalists Tuesday, May 29, outspoken Ishihara is defending his move to buy a group of disputed islands in the East China Sea to keep the Japanese-controlled islands from Chinese attempts to seize them. (Foto:Koji Sasahara/AP/dapd)
২০২০ সালের অলিম্পিকের আয়োজন করতে চায় টোকিও, জানালেন শহরটির গর্ভনর শিনতারো ইশিহারাছবি: dapd

টোকিও'র প্রার্থিতার পুরোহিত করা হয়েছে সুনেকাজু তাকেদা'কে৷ তাঁর পূর্বপুরুষেরা আবার জাপানের মেইজি সাম্রাজ্যের সম্রাটরা৷ ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে জাপানের আধুনিকীকরণ ও দেশকে পাশ্চাত্য সভ্যতার কাছাকাছি আনতে এই পরিবারের বিশেষ ভূমিকা ছিল৷ তিনি নিজে ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিকে অংশ নিয়েছিলেন৷

তবে অলিম্পিক আয়োজন করতে চাইলে আজকাল যতটা আগ্রাসী মনোভাব দেখিয়ে কোনো শহরের বিপণন করতে হয়, জাপানি সংস্কৃতির অতি ভদ্রতাবোধ তার পথে বাধা হয়ে দাঁড়ায়৷ ২০১৬ সালের অলিম্পিক বিড'এর সময়ও টোকিও'কে পেছনে ফেলে বারাক ওবামার শিকাগো, মাদ্রিদ ও রিও দ্য জানেরো এগিয়ে যায়৷ শেষ পর্যন্ত রিও বরাত পায়৷ ২০২০ সালের বরাত পাওয়ার জন্য টোকিও অবশ্য পূর্ণ প্রস্তুতি নিয়ে আসরে নামতে চায়৷

মাদ্রিদের পক্ষে ২০২০ সালের লড়াইয়ে নেমেছেন স্পেনের জাতীয় অলিম্পিক কমিটির প্রধান আলেখান্দ্রো ব্লাংকো৷ তিনি আশা করছেন, অন্য অনেক শহরের মতো মাদ্রিদ'ও অলিম্পিক আয়োজনের সুযোগ পেয়ে বেশ লাভবান হবে৷ তাছাড়া তাঁর মতে, শহরের অবকাঠামোর প্রায় ৮০ শতাংশ এখনই এমন বড় আয়োজনের জন্য প্রস্তুত৷

এসবি/ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য