1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

১ অথবা ২ নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা

সাগর সরওয়ার ৬ অক্টোবর ২০০৮

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা ডয়েচে ভেলেকে দেয়া এক বিশেষ সাক্ষাতকারে বলেছেন, আগামী ১ অথবা ২ নভেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে৷ আগামী ১৮ ডিসেম্বর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে৷

https://p.dw.com/p/FV6G
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা

ইতিমধ্যে নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১৫ অক্টোবরের মধ্যে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন আবেদন করার শেষ দিন৷ এদিকে, বাংলাদেশের নির্বাচন কমিশন আসন্ন সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য নতুন আচরণ বিধিমালা প্রণয়ন করেছে৷ রাজনৈতিক দল ও প্রার্থীরা ভোটগ্রহণের আগের ২১ দিন নির্বাচনী প্রচারণা চালাতে পারবে৷

নির্বাচনী পোস্টারে দলীয় প্রধান ছাড়া কোন জাতীয় নেতৃবৃন্দের ছবি ব্যবহার করা যাবে না৷ তারা কোন অনুদান নিতে পারবে না৷ এ আচরণ বিধিমালা ভঙ্গের অভিযোগে নূন্যতম ছয় মাস জেল, ৫০ হাজার টাকা জরিমানাসহ প্রার্থীতা বাতিলের বিধানও রাখা হয়েছে৷ আচরণ বিধিমালা শুধু নিবন্ধিত রাজনৈতিক দল, দলীয় প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রযোজ্য হবে৷

প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা নবম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল কবে প্রকাশিত হচ্ছে- এমন এক প্রশ্নের জবাবে জানান, আগামী ১৫ অক্টোবর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন আবেদন করার শেষ দিন৷ এরপর এগুলো যাচাই বাছাই করতে লাগবে আরও কয়েক দিন৷ হয়তো এ কাজ শেষ করা যাবে ৩০ অক্টোবরের মধ্যে৷ আর এর পরই আগামী ১ বা ২ নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে৷