1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোনাল্ডোর হ্যাটট্রিক

১০ জানুয়ারি ২০১৩

মেসির কাছে হেরে যাওয়ায় ফিফা বর্ষসেরা হতে পারেননি৷ তাই বলে থেমে নেই রোনাল্ডো-করিশমা৷ হ্যাটট্রিক করে রেয়াল মাদ্রিদকে তিনি তুলে দিয়েছেন কিংস কাপের কোয়ার্টার ফাইনালে৷

https://p.dw.com/p/17Gz3
ছবি: dapd

প্রথম লেগে ২-১ গোলে হেরে যাওয়ায় সেল্টা ভিগোর বিপক্ষে বুধবারের ম্যাচেও চাপের মুখে ছিল রেয়াল মাদ্রিদ৷ ম্যাচ নিজেদের মাঠ বার্নাব্যুতে হলে কী হবে, এ আসর থেকে বিদায় নেয়াও অসম্ভব ছিল না স্প্যানিশ লিগের বর্তমান চ্যাম্পিয়নদের জন্য৷ যদি ড্র করে বা এক গোলের ব্যবধানে জিতে বিদায় নিতো তাহলে এ মৌসুমে স্পেনে তো আর কিছু করারই থাকতো না তাদের৷ স্প্যানিশ লিগে তাদের চেয়ে ১৬ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা৷ সুতরাং সেখানে বড় কিছু আশা করার সুযোগ নেই৷ এ অবস্থায় কিংস কাপটাও গেলে তো সবই গেল! যা হোক, তা হতে দেননি ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ তাঁর হ্যাটট্রিকের সুবাদে দ্বিতীয় লেগে সেল্টা ভিগোকে ৪-০ গোলে হারিয়েছে রেয়াল৷ তার মানে ৫-২ গোলের অ্যাগ্রিগেটে সেল্টাকে বিদায় করে তারাই এখন সেমিফাইনালে৷

Messi Ronaldo und Iniesta
মেসি, রোনাল্ডো, ইনিয়েস্তা: এবারও ‘সোনার বল’ গেল মেসির কাছেছবি: Getty Images

সেল্টা ভিগোকে দ্বিতীয় লেগে ৪-০ গোলে হারানোয় কিংস কাপের কোয়ার্টার ফাইনালে ভ্যালেন্সিয়াকে পাবে রেয়াল মাদ্রিদ৷ সেই ম্যাচেও ভালোই প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা৷ ইদানীং রোনাল্ডো জ্বলে না উঠলে তো ছোট-বড় সব দলের কাছেই হেরে যাচ্ছে রেয়াল৷ রোববার রেয়াল সোসিয়েদাদের কাছেও হারতে বসেছিল তারা৷ রোনাল্ডো দ্বিতীয়ার্ধে দুটো গোল না করলে ৪-৩ গোলে জেতা সেই ম্যাচ উল্টো ৩-২ গোলে হারতে হতো হোসে মরিনহোর দলকে৷

বুধবার সেল্টা ভিগোর বিপক্ষেও শেষ দিকে বিপদে পড়েছিল রেয়াল৷ রামোস লাল কার্ড পেয়ে মাঠ ছাড়ায় খুব চড়াও হয়ে খেলছিল সেল্টা৷ রেয়াল তখন ২-০ গোলে এগিয়ে৷ তাতে কী, ১ গোল খেলেই তো অ্যাগ্রিগেট হয়ে যেত ২-২৷ তারপর কী হতো কে জানে! কিন্তু ৮৭ মিনিটে হিগুয়াইনের পাস থেকে দুর্দান্ত এক গোল করে রোনাল্ডো নিজের হ্যাটট্রিক তো পূর্ণ করলেনই সেই সঙ্গে দলের জয়কেও নিয়ে এলেন হাতের মুঠোয়৷ এক মিনিট পর খেদিরার গোল জয়টাকে আরেকটু বড় করেছে, এই যা!

এসিবি/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য