1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হেফানহাইমের কোচকে কড়া চিঠি

সাগর সরওয়ার২৪ ফেব্রুয়ারি ২০০৯

জার্মান ফুটবল ফেডারেশন যাকে সংক্ষেপে ডিএফবি বলা হয়, তারা সোমবার বুন্দেজলীগারের দল টিএসজি হেফানহাইমের কোচ রালফ রাংগনিককে বেশ কড়া একটি চিঠি দিয়েছে৷

https://p.dw.com/p/GzyK
রালফ রাংগনিক এখন একটু বেকায়দায় রয়েছেন বলেই মনে করা হচ্ছেছবি: AP

চিঠিতে স্পষ্ট করে জানতে চাওয়া হয়েছে ডোপিং টেষ্টের জন্য তার দলের যে দুইজন খেলোয়ারকে ডাকা হয়েছিল,সেই দুই খেলোয়ারকে তিনি কেন সময়মত পরীক্ষকদের সামনাসামনি হতে দেননি৷ সোজাসজি কোন উত্তর নয়, কোচ রালফকে লিখিতভাবে বিস্তারিত জানাতে হবে৷ আর এই কাজ যদি তিনি না করেন তাহলে তার উপর নেমে আসতে পারে নিষেধাজ্ঞার খড়্গ৷

ডিএফবির সন্দেহ হয় টিএসজি হেফানহাইমের খেলোয়ার আন্দ্রেজ ইবারব্যার্গার এবং ক্রিস্টোফার ইয়াংকারের উপর৷ তারা দুই জনই বেশ নির্ভরযোগ্য খেলোয়ার ঐ দলের৷ এ মাসের সাত তারিখে তাদের খেলার পরপরই তাদের ডোপ টেষ্ট হবার কথা ছিল৷ কিন্তু তারা নির্দিষ্ট সময়ের মাত্র ১০ মিনিট পরে পরীক্ষাস্থলে এসে উপস্থিত হন৷ আর এতই বিগড়ে যান ফেডারেশেনের কর্মকর্তারা৷দেরীর কারণ হিসাবে কোচ উল্লেখ করেন,খেলোয়াররা সাজ ঘরে গিয়ে পোশাক পরিবর্তন করে পরীক্ষকদের সামনে আসতে কিছুটা দেরী করেছিল৷ পোশাক পরিবর্তন করাটা একটা সাধারণ নিয়ম৷ কিন্তু এই কথাকে স্রেফ অজুহাত হিসাবে উল্লেখ করে কোচের কাছে লিখিত বক্তব্য চেয়েছে জার্মান ফুটবল ফেডারেশন৷