1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘হেফাজত ইসলামের বড় ক্ষতি করছে’

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৬ মে ২০১৩

‘‘হেফাজতে ইসলাম বাংলাদেশে ইসলামের বড় ক্ষতি করছে৷ তাদের সঙ্গে জামায়াত-শিবির একাকার হয়ে গেছে৷’’ ডয়চে ভেলেকে এসব কথা বলেছেন শোলাকিয়ার ইমাম এবং তৌহিদি জনতা ঐক্য পরিষদের প্রধান মাওলানা ফরিদউদ্দিন মাসউদ৷

https://p.dw.com/p/18Swb
ছবি: picture-alliance/AP Photo

রবিবার মতিঝিলে হেফাজতে ইসলামের তাণ্ডবের ভয়াবহতা দেখে আঁৎকে উঠেছেন মানুষ৷ ঐ এলাকার ব্যাংক, বিমা, ব্যবসা প্রতিষ্ঠান, আবাসিক ভবন, ফুটপাথের দোকান – কিছুই তাদের হামলার বাইরে থাকেনি৷ তারা আগুন দিয়েছে, লুটপাট চালিয়েছে৷ সরকারি-বেসরকারি পরিবহন পুলে আগুন দেয়ায় কয়েকশো গাড়ি পুড়ে গেছে৷ সোমবার সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রাজনৈতিক নেতা এবং মন্ত্রীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ সাধারণ মানুষ অফিসে এসে পরিস্থিতি দেখে বিস্ময়ে বিমূঢ় হয়েছেন৷ হেফাজত কর্মীরা পল্টন থেকে পুরো মতিঝিল এলাকার সড়ক দ্বীপের গাছগুলোও উপড়ে ফেলেছে৷ মতিঝিলকে এখন দেখে মনে হয় এক যুদ্ধবিধ্বস্ত জনপদ৷

মাওলানা ফরিদউদ্দিন মাসউদ বলেন, ‘‘এরাই ইসলামের নামে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করছে৷'' তিনি আরও বলেন, ‘‘হেফাজতের সঙ্গে জামায়াত-শিবির যোগ দিয়ে যে তাণ্ডব চালিয়েছে, তা জঙ্গি তৎপরতা ছাড়া আর কিছুই নয়৷ আর বাংলাদেশসহ সারা বিশ্ব দেখলো এই তত্‍পরতা৷'' তিনি দাবি করেন, ‘‘হেফাজতের আমির আল্লামা আহমদ শফির বয়স ৯০ বছর৷ তিনি ঠিকমতো চোখেও দেখেন না, কানেও শোনেন না৷ তাঁকে ব্যবহার করছে ধর্মব্যবসায়ী একটি গ্রুপ৷ তাঁর নামে তারা তাদের হীন উদ্দেশ্য বাস্তবায়ন করতে মাঠে নেমেছে৷'' কিন্তু দেশের ইসলামপ্রিয় মানুষ তাদের ফাঁদে শেষ পর্যন্ত পা দেবেন না বলে তার বিশ্বাস৷

মাওলানা ফরিদউদ্দিন মাসউদ বলেন, ‘‘এই ধর্ম ব্যবসায়ী গ্রুপ মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করছে৷ তারা শিশু ও কিশোরদের সন্ত্রাসী কাজে ব্যবহার করছে৷ এটা ইসলামের চরম অবমাননা৷'' তিনি হেফাজতকে এসব কাজ বন্ধের আহ্বান জানান৷

এদিকে হামলা এবং ভাঙচুরের ঘটনায় পুলিশ অন্তত ৬টি মামলা দায়ের করতে যাচ্ছে৷ স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছেন, এই সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িতদের কোনভাবেই রেহাই দেয়া হবেনা৷ হাসানুল হক ইনু বলেন, হেফাজতে ইসলাম ধর্মীয় বই-পুস্তক পুড়িয়েছে৷ তারাই ইসলামের অবমাননা করেছে৷ এর জন্য দায়ীদের সর্বোচ্চ শাস্তি পেতে হবে৷ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু দাবি করেছেন, বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া হেফাজতকে দিয়ে এই ধ্বংসযজ্ঞ চালিয়েছেন৷

এদিকে বিরোধী ১৮ দলের বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা দাবি করেছেন, মতিঝিলে হেফাজতের অবস্থান ছত্রভঙ্গ করতে গিয়ে যে হামলা চালানো হয়েছে, তাতে ‘সহস্রাধিক' নেতা-কর্মী নিহত হয়েছেন৷ তার দাবি, শত শত লাশ গুম করা হয়েছে৷ তিনি একে ‘গণহত্যা' বলে অভিহিত করেন৷ রাজধানীতে মহানগর পুলিশ সোমবার সভা সমাবেশ নিষিদ্ধ করায় বিএনপি'র নেতৃত্বে ১৮ দল তাদের প্রতিবাদ কর্মসূচি বাতিল করে নয়াপল্টন বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ে এই ব্রিফিং-এর আয়োজন করে৷ আওয়ামী লীগের নেতৃত্ব ১৪ দলও তাদের প্রতিবাদ কর্মসূচি বাতিল করেছে৷

অন্যদিকে ঢাকার লালবাগ মাদ্রাসায় অভিযান চালিয়েছে পুলিশ৷ এই মাদ্রাসায়ই হেফাজত আমির আল্লামা আহমদ শফি অবস্থান করছিলেন৷ তাঁকে পুলিশ বিমানে করে তার বাড়ি চট্টগ্রামে পাঠিয়ে দিয়েছে৷

আর নরায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সোমবার হেফাজতের সঙ্গে পুলিশ বিজিবির সংঘর্ষে ২ পুলিশ এবং এক বিজিবি সদস্যসহ ১১ জন নিহত হয়েছেন৷ বিকেলে পরিস্থিতি শান্ত হয়ে আসে৷ বাগেরহাটে নিহত হয়েছেন ১ জন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য