1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হিজড়াদের প্রেমের ছবি

৮ জুলাই ২০১২

একজন ‘ট্রান্সজেন্ডার’ ব্যক্তি এবং এক হিন্দু তরুণের মধ্যকার প্রেমের গল্প নিয়ে নির্মিত ছবি বিস্ময়করভাবে সাড়া জাগিয়েছে বাংলাদেশে৷ অবস্থা এমন যে, নির্মাতারা এখন সারা দেশে মুক্তি দিচ্ছে চলচ্চিত্রটি৷

https://p.dw.com/p/15TcI
Members of the homosexual, bisexual and transgender community hug each other during a celebration marking the first anniversary of an Indian court's ruling decriminalizing gay sex between consenting adults, in Mumbai, India, Friday, July 2, 2010. The Delhi High Court on July 2, 2009 struck down a law, Section 377 of the Indian Penal Code, that made sex between people of the same gender punishable by up to 10 years in prison. (ddp images/AP Photo/Rafiq Maqbool)
ছবি: AP

ছবির নাম ‘কমন জেন্ডার'৷ ‘ট্রান্সজেন্ডার' মানুষ, যারা হিজড়া নামে পরিচিত, তাদের গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে ছবিটি৷ বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এধরনের ছবি এটিই প্রথম৷ সপ্তাহ দুয়েক আগে বাছাইকৃত ছয়টি প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি প্রদর্শন শুরু হয়৷ মুক্তির পর ছবিটি নির্মাতাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি সাড়া জাগায়৷ প্রেক্ষাগৃহগুলো দর্শক পূর্ণ থাকে কয়েকদিন৷ এই ব্যাপক সাড়া দেখে মালিকপক্ষ সারা দেশে চলচ্চিত্রটি প্রদর্শনের সিদ্ধান্ত নেয়৷

‘কমন জেন্ডার' ছবির পরিবেশক এনামুল করিম এই প্রসঙ্গে বলেন, ‘‘আমরা প্রথম সপ্তাহে ছবিটি ছয়টি প্রেক্ষাগৃহে প্রদর্শনের সিদ্ধান্ত গ্রহণ করি৷ কেননা এতে বড় কোন তারকা অভিনয় করেনি, তাছাড়া কেউ কেউ এটিকে ‘আর্ট-হাউস মুভি' হিসেবে আখ্যা দিয়েছিল৷''

করিম জানান, মুক্তির পর ছবিটি ব্যাপক সাড়া জাগিয়েছে৷ অনেক দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখছেন৷ ভারতীয় একজন প্রযোজকও ছবিটির স্বত্ত্ব কিনে নিতে চাচ্ছেন৷ এই বিষয়ে আলোচনা চলছে৷

বাংলাদেশের রাজধানী ঢাকার বলাকা প্রেক্ষাগৃহের ম্যানেজার সৈয়দ রাজফাতুর রহমান এই ছবি প্রদর্শন করে সন্তুষ্ট৷ তিনি বলেন, ‘‘আমাদের প্রদর্শনীগুলোতে অনেক দর্শকের সমাগম হয়েছে এবং এই ধারা অব্যাহত রয়েছে৷ আমরা এখন আগস্টের শেষ অবধি ছবিটির প্রদর্শনী অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছি৷''

ছবির মূল কাহিনী হচ্ছে, সুস্মিতা নামক একজন হিজড়া এক হিন্দু তরুণের প্রেমে পড়ে৷ কিন্তু ছেলেটির পরিবার সুস্মিতাকে মেনে নিতে অস্বীকৃতি জানায়৷ এরপর সুস্মিতা আত্মহত্যা করে৷

বলাবাহুল্য, গোটা দক্ষিণ এশিয়ার রক্ষণশীল সমাজে ঐতিহ্যগতভাবেই হিজড়া সম্প্রদায়কে প্রান্তিক গোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয়৷ হিজড়াদের অধিকার সম্পর্কে সচেতন নয় সাধারণ মানুষ৷ তথাকথিত ভদ্র সমাজে তাদের স্থান হয় না৷ ফলে একরকম ভিক্ষা করে জীবনযাপন করতে হয় এই সম্প্রদায়কে৷ সংঘবদ্ধভাবে নির্দিষ্ট জায়গায় বসবাসে বাধ্য হয় তারা৷

‘কমন জেন্ডার' ছবিটির প্রেক্ষাপট প্রসঙ্গে পরিচালক নোমান রবিন বলেন, ‘‘আমি একটি শপিং মলে দেখেছিলাম একজন ‘ট্রান্সজেন্ডার' ব্যক্তিকে শতাধিক মানুষের সামনে মারধর করা হচ্ছে৷ মহিলাদের টয়লেট ব্যবহার করাটা ছিল তাঁর অপরাধ৷''

এই ঘটনা রবিনকে ব্যাপক নাড়া দেয়৷ এরপর হিজড়াদের নিয়ে চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি৷

এআই / এএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য