1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেরা ‘ওষুধ’

৭ জুলাই ২০১২

বহু যুগ ধরে প্রচলিত একটি ধারণা হচ্ছে, হাসি সবচেয়ে সেরা ওষুধ৷ একথার খানিকটা বৈজ্ঞানিক ব্যাখ্যা মিলেছে সাম্প্রতিক গবেষণায়৷ হাসিখুশি থাকতে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিষ্ঠা করা হচ্ছে ‘হাসি সংঘ’৷

https://p.dw.com/p/15TFW
Abiparty © Maria.P. #1620265
ছবি: Fotolia/Maria.P.

আধুনিক প্রযুক্তি এবং বিজ্ঞান অনেক রোগব্যাধি নিরাময়ের সুযোগ সৃষ্টি করেছে৷ এখন খুব কম রোগব্যাধি আছে যেগুলো নিরাময় সম্ভব নয়৷ কিন্তু অর্থও একটি বিষয় বটে৷ অনেকের পক্ষে বর্তমান সময়ের ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা সম্ভব হয় না৷ বহু যুগ ধরে প্রচলিত একটি ধারণা হচ্ছে, হাসি হচ্ছে মহা ওষুধ৷ বিষয়টি এখন বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত৷ শারীরিক এবং মানসিক যন্ত্রণা প্রশমনে সহায়তা করে হাসি৷

গত সেপ্টেম্বরে এই বিষয়ক একটি গবেষণা পরিচালনা করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক নৃতত্ব বিষয়ক ইন্সটিটিউটের অধ্যাপক রবিন দানবার৷ অট্ট হাসির সুফল সম্পর্কে বৈজ্ঞানিক ব্যাখ্যা খোঁজাই ছিল গবেষণার উদ্দেশ্য৷ গবেষকরা ব্যথা উপশমে হাসির ভূমিকা নির্ধারণে দুটি দল তৈরি করেন৷ একটি দলকে কৃত্রিম ব্যথা প্রদানের ব্যবস্থা করা হয় এবং একইসঙ্গে হাসির ভিডিও দেখানো হয়৷ অন্য একটি দলকে একইভাবে ব্যথা প্রদান এবং কিছু বিরক্তিকর ভিডিও দেখার সুযোগ দেওয়া হয়৷

এই গবেষণার ফলাফল বেশ চমকপ্রদ৷ যে দলটি হাসির ভিডিও দেখছিল, তারা শুধুমাত্র হাসাহাসি করেই কমপক্ষে ১০ শতাংশ ব্যথা প্রতিরোধে সক্ষম হয়৷ হাসির ধরনের উপরও অবশ্য ব্যথা উপশমের বিষয়টি নির্ভর করছে৷ প্রফেসর দানবার এই বিষয়ে জানান, অট্ট হাসি ব্যথা উপশমে সহায়তা করে৷ অন্যদিকে, ভদ্র চাপা হাসি নমনীয়তার প্রতীক হলেও ব্যথা উপশমে তেমন একটা সহায়ক নয়৷

Thumbs-up given by a couple of young teenagers 4732585_Yuri Arcurs - www.arcurs.com 2007
ছবি: Fotolia/Yuri Arcurs

দানবার মনে করেন, হাসি হচ্ছে এমন এক উপায় যা দিয়ে মানুষ বড় সামাজিক গণ্ডি প্রতিষ্ঠা করতে পারে এবং সম্পর্কের ভিত্তি মজবুত করতে পারে৷ এই কারণটি মাথায় রেখেই বিশ্বের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত হচ্ছে ‘হাসি সংঘ'৷

গত শতাব্দির নব্বইয়ের দশকের শুরুতে ভারতে এরকম একটি সংঘ প্রতিষ্ঠা করা হয়৷ এটিতে একইসঙ্গে অট্ট হাসি এবং ইয়োগা'র ব্যবস্থা রয়েছে৷ এই সংঘের সদস্যরা খুব সকালে একত্রে সমবেত হন এবং অট্ট হাসিতে মেতে ওঠেন৷

অবশ্য সবাই যে এই অট্ট হাসিতে সন্তুষ্ট থাকছেন তাও নয়৷ মুম্বাইয়ের আদালতে সম্প্রতি একটি হাসি সংঘের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক আইনজীবী পরিবার৷ পরিবারটির দাবি হচ্ছে, হাসি সংঘের অট্টহাসি সকাল বেলার শান্ত পরিবেশকে অস্থির করে তোলে৷ তাই শব্দ দূষণের প্রতিবাদে আদালতে হাজির হন আইনজীবী পরিবার৷ বলাবাহুল্য আদালত তাদের অভিযোগ বিবেচনা করেছেন এবং হাসি সংঘের কার্যক্রম বন্ধের আদেশ দিয়েছেন৷

প্রতিবেদন: তনুশ্রী শর্মা সান্ধু / এআই
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য