1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা

২১ এপ্রিল ২০১৫

রাজধানীর কারওয়ান বাজারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পথসভা ও গাড়িবহরে হামলার ঘটনাটি কে কীভাবে দেখছেন জানুন ব্লগওয়াচে৷

https://p.dw.com/p/1FBZC
Unruhen in Bangladesch 05.01.2015
ছবি: picture-alliance/epa/A. Abdullah

আহমেদি হুসেইন কিছু ছবি টুইটারে পোস্ট করে লিখেছেন, ডেইলি স্টার পত্রিকায় প্রকাশ হওয়া এই ছবিগুলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে চালানো হামলার৷

আন্তর্জাতিক গণমাধ্যমেও এ বিষয়ে খবর প্রকাশিত হয়েছে৷

হামলার প্রতিবাদে বিএনপির ডাকা হরতালের খবর শেয়ার করেছেন আব্দুল গাফ্ফার আজিজ৷

সাবরিনা আরজুমান্দ লিখেছেন, ‘‘সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি নেত্রী খালেদা জিয়ার উপর আওয়ামী লীগ কর্মীদের হামলা, গুলি৷ ক্ষমতাসীন দলের অস্বীকার৷''

হামিদুল্লাহ বাবু খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ভিডিও প্রতিবেদন শেয়ার করেছেন বেসরকারি চ্যানেল সময় টিভি থেকে৷

ফেসবুক পাতায় মোঃ আলী আরমান (https://www.facebook.com/arman65480?fref=nf) লিখেছেন, ‘‘বেগম খালেদা জিয়া এ দেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী... তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা সরকারের একটি অন্যতম প্রধান দ্বায়িত্ব.... সেখানে খোলা ময়দানে সবার সম্মুখে যেভাবে তিনি আক্রমণের শিকার হলেন তা অভদ্রোচিত ও নির্মম৷''

আহম্মাদ ফয়েজ (https://www.facebook.com/ahammad.foyez?fref=nf) অবশ্য অন্য প্রশ্ন তুলেছেন৷ তিনি লিখেছেন, ‘‘যদি এভাবে বলি..... ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যৌন নিপীড়নের ঘটনাকে আড়াল করতেই খালেদার গাড়ি বহরে হামলা৷ খুব কি ভুল হবে? তবে প্রশ্ন আসে স্বার্থটা কার?''

এই ঘটনায় মুস্তফা হোসেনের (https://www.facebook.com/mustafa.hussain.969?fref=nf) মনে তিনটি প্রশ্নের উদয় হয়েছে৷ ১. নিরাপত্তারক্ষাকারীদের হাতের নাগালে আসার পরও তারা একজনকেও ধরেনি কিংবা ধরতে পারেনি কেন? ২. কয়েকশ কর্মী ইচ্ছা করলে হামলাকারী সবাইকেই ধরতে পারতো৷ কেন ধরেনি? এবং ৩. পুলিশ ইচ্ছা করলে হামলাকারীদের দু'একজনকে হাতেনাতে ধরতে পারত৷ তাহলে কি হামলাকারীরা সরকারি দলের ছিল? বিষয়টি সরকারকেই প্রমাণ করতে হবে বলেও মনে করেন তিনি৷

এদিকে, শরিফুল হাসান মনে করছেন খালেদা জিয়া সফল৷ কারণ ‘‘...খালেদা জিয়া জানতেন তিনি নির্বাচনি প্রচারণায় এলে সরকারি দল বাধা দেবে৷ টিভির ফুটেজে পুলিশির উপস্থিততে গাড়িবহরে হামলার যে দৃশ্য জাতি দেখেছে তাতে এটা বলতে পারি সরকারি দলের এই পাগলামির সুফল খালেদা জিয়াই পাবেন৷ ৯১ দিন অবরোধ করে বিএনপির ভোট যা কমেছিল আজকের ঘটনার পর সেই ভোট বাড়বে৷''

গাড়িবহরে হামলার ঘটনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের মন্তব্য প্রসঙ্গে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন শওগাত আলী সাগর৷ তিনি লিখেছেন, ‘‘প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয় স্পষ্ট করেই বলেছেন, জনগণের উত্তেজনাকে তারা নিয়ন্ত্রণ করতে পারেন না৷ সজীব ওয়াজেদ জয় নিশ্চয় রাষ্ট্রের আইন উত্তেজিত জনগণ নিজ হাতে তুলে নিক- সেই বার্তা দিচ্ছেন না৷ প্রধানমন্ত্রী বলেছেন, খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা বিনা উসকানিতে গুলি করেছে৷ খোদ প্রধানমন্ত্রী যখন বক্তব্য দেন, তখন তা তথ্য উপাত্তের ভিত্তিতেই দেবেন- সেটাই স্বাভাবিক৷ কিন্তু প্রধানমন্ত্রীর হাতে তথ্যপ্রমাণ থাকার পরও খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করা হচ্ছে না কেন?''

সংকলন: অমৃতা পারভেজ

সম্পানা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য