1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাত বাড়ালেই দুনিয়া

১৯ আগস্ট ২০০৯

গাড়ির ড্যাশবোর্ডে জিপিএস (বৈশ্বিক অবস্থান নির্ণায়ক ব্যবস্থা) যন্ত্র, নানা রকমের ডিজিটাল মানচিত্র ভরা ল্যাপটপ বা স্মার্টফোনের কল্যাণে হারিয়ে যাওয়ার দুর্ভাবনা নেই৷ ইচ্ছে করেও হারিয়ে যাওয়াটা সহজ ব্যাপার না৷

https://p.dw.com/p/JDy7
ফাইল ফটোছবি: AP

একুশ শতকে এসে মানুষ এসব বিষয়ে আর অবাক হয় না৷ কিন্তু কেউ যদি বলেন, এসবের চেয়েও উন্নত প্রযুক্তি আছে তার হাতে, পৃথিবীর যেকোনো জায়গার অবস্থান নিখুঁত বলে দিতে পারবে তারা তাহলে তাদের কথা শোনার অবকাশ বের করতে হবে আপনাকে৷

টেলি এটলাস নামের একটি প্রতিষ্ঠান সে কথাই জানাতে চাইছে৷ এক অনুষ্ঠানের মাধ্যমে কথিত নিখুঁত মানচিত্র বিক্রেতা প্রতিষ্ঠানে তাদের আরো পরিকল্পনার কথাও জানিয়েছে৷ গুগল, ম্যাপকোয়েস্ট ও ব্ল্যাকবেরি নির্মাতা রিমের মতো বিশালকায় প্রতিষ্ঠানগুলো টেলি এটলাসের গ্রাহক৷

নেদারল্যান্ডস ভিত্তিক প্রতিষ্ঠানটির প্রকৌশল বিভাগের সহ-সভাপতি প্যাট ম্যাকডেভিট সিএনএনকে বলেন, আমাদের চূড়ান্ত লক্ষ্য পৃথিবীর পুঙ্খানুপুঙ্খ মানচিত্র তৈরি করা৷ প্রতিষ্ঠানটি সাধারণত মহাসড়ক, সড়ক, স্টপ লাইট ও বহির্গমন পথ ইত্যাদি -ডিজিটাল মানচিত্র তৈরির কাঁচামাল সরবরাহ করে থাকে৷ পুরো মানচিত্র তৈরির সূচনায় এ বিষয়গুলো খুবই কাজে লাগে৷ শিল্পোন্নত প্রায় সব দেশেই এধরণের পথনির্দেশক মানচিত্রের ব্যবহার রয়েছে৷

টেলি এটলাসের বিশেষত্ব; তারা সর্বশেষ সড়কটিও যোগ করে তাদের হালনাগাদ মানচিত্রে৷স্যাটেলাইটে তোলা ছবি থেকে একেবারে স্থানীয়দের সহায়তাও নেয় তারা৷

নিখুঁত মানচিত্র তৈরি করতে তারা একটি পদ্ধতি ব্যবহার করছে৷ মোবাইল ম্যাপিং ভ্যান নামের নতুন যে পদ্ধতির কথা তারা বলছে, তাতে সর্বশেষ প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়েছে৷ এতে সংযুক্ত থাকছে ছয়-ছয়টি ক্যামেরা, দুটো সাইড সুইপিং লেজার এবং একটি জিপিএস যন্ত্র৷ ক্যামরাগুলো ৩৬০ ডিগ্রি কোণে সবদিকের ছবি তুলবে৷ গাড়ি চালানোর সময় চালক চাইলেই পাশে রাখা কম্পিউটার পর্দায় দেখে নিতে পারবেন ছবিগুলো৷এই ক্যামেরার সাহায্যে সাধারণ গতিতে চলমান গাড়ি থেকে সেকেন্ডে তিনটি ছবি তোলা সম্ভব৷ এ পদ্ধতিতে নিখুঁত মানচিত্র তৈরির পথে টেলি এটলাস৷

প্রতিবেদক: নাসিরউদ্দিন খোকন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক