1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাইতির জন্য আরো তাঁবু সহায়তার আহ্বান

২৬ জানুয়ারি ২০১০

সাত মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত হাইতির জন্য আরো তাঁবু সাহায্যের আহ্বান জানিয়েছে দেশটির সরকার৷ একইসঙ্গে সেখানকার ভূমিকম্প দুর্গতদের সহায়তায় মার্চে আন্তর্জাতিক দাতাসম্মেলনের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র৷

https://p.dw.com/p/LgiY
হাইতির ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৩৬৩ শিশুকে দত্তক নিয়েছে যুক্তরাষ্ট্রছবি: AP

হাইতির সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একজন জানান, এখানকার অবস্থা খুব খারাপ৷ আমার সন্তানের ঘুমানোর জন্য কোন বিছানা নেই৷ আর এখানে অনেক বেশি মানুষ - ফলে খাদ্যের জন্য লড়তে হচ্ছে আমাদেরকে৷

দেশটির রাজধানী পোর্ট অফ প্রিন্সের বর্তমান অবস্থা প্রসঙ্গে এই মন্তব্য তার৷ গত ১২ই জানুয়ারির ভূমিকম্পে ব্যাপক ক্ষতিগ্রস্ত হাইতির মানুষের এখন মূল প্রয়োজন খাদ্য আর আবাসন৷ বর্তমানে ভঙ্গে পড়া কাঠামো থেকে কুড়িয়ে নেয়া লোহ লক্কড় আর পলিথিন দিয়ে কোন রকম আবাসন তৈরি করা হলেও, আসন্ন বর্ষায় তা কোন কাজেই আসবে না৷ আর তাই দেশটির প্রেসিডেন্ট রেনে প্রেভাল আন্তর্জাতিক দাতা গোষ্ঠীগুলোর কাছে আরো বেশি তাঁবু সাহায্য হিসেবে প্রদানের আহ্বান জানিয়েছেন৷ এক বিবৃতিতে তিনি জানান, বর্ষাকাল এগিয়ে আসায় তাঁবুর প্রয়োজনীয়তা দিনে দিনে তীব্র আকার ধারণ করছে৷ তাই আমরা আমাদের সকল সহযোগীকে দ্রুত তাঁবুর যোগান বাড়ানোর আহ্বান জানাচ্ছি৷ ভূমিকম্পে গৃহহীণদের জন্য অতি দ্রুত ২ লাখ তাঁবু প্রয়োজন বলেও জানান প্রেসিডেন্ট প্রেভাল৷

Flash-Galerie Erdbeben in Haiti
মার্চে নিউ ইয়র্কে হাইতির ভূমিকম্প দুর্গতদের সহায়তায় দাতাগোষ্ঠীর বৈঠকছবি: AP

এদিকে, আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো হাইতির পুনর্গঠনে করণীয় ঠিক করতে সোমবার ক্যানাডার মন্ট্রিয়ালে আলোচনায় মিলিত হন৷ সেখান থেকে আগামী মার্চে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হাইতির ভূমিকম্প দুর্গতদের সহায়তায় আন্তর্জাতিক দাতাগোষ্ঠীর বৈঠকের ঘোষণা দেয়া হয়৷ এই প্রসঙ্গে ক্যানাডার পররাষ্ট্র মন্ত্রী লরেন্স ক্যাননোন জানান, শীঘ্রই আমাদেরকে স্বল্পমেয়াদী মানবিক সাহায্য থেকে পুর্নগঠনের দিকে যেতে হবে৷ হাইতির মানুষকে রোগবালাইয়ের হাত থেকে বাঁচাতে উপায় খুঁজতে হবে এবং দীর্ঘ মেয়াদী চিকিৎসা সেবার ব্যবস্থা করতে হবে৷ এমনকি বর্তমানের অকল্পনীয় পরিস্থিতির মধ্যেই আমাদেরকে ভবিষ্যতের পরিকল্পনা প্রস্তুত করতে হবে৷

Haiti / Erdbeben / Port-au-Prince
দাতা গোষ্ঠীগুলোর কাছে আরো বেশি তাঁবু সাহায্য হিসেবে প্রদানের আহ্বান জানিয়েছে হাইতিছবি: AP

বিশ্ব খাদ্য কর্মসূচি বা ডাব্লিউএফপি জানিয়েছে, হাইতির মানুষের জন্য আরো খাদ্যের প্রয়োজন হবে এবং দীর্ঘ সময় ধরে তাদেরকে সাহায্য করতে হবে৷ এখন পর্যন্ত ডাব্লিউএফপি যেসব মানবিক বিপর্যয় মোকাবিলা করছে তারমধ্যে হাইতি সবচেয়ে জটিল বলেও মত সংস্থাটির৷ মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্য হাইতির মানুষের জন্য কর্মসংস্থান তৈরির দিকে মনোযোগ দিচ্ছে৷ জানুয়ারির শেষ নাগাদ ভূমিকম্পে বিধ্বস্ত হাইতির রাস্তাঘাট, ঘরবাড়ি পরিষ্কারে কয়েক হাজার মানুষকে নিয়োগ দেবে যুক্তরাষ্ট্র৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান