1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাইতিতে এখন মানবিক বিপর্যয়

১৪ জানুয়ারি ২০১০

শতাব্দীর ভয়াবহতম ভূমিকম্পের শিকার হয়ে গোটা হাইতি এখন ধংসস্তূপে পরিণত হয়েছে৷ নিহত ও আহতদের ভীড়ে সেখানে এখন মানবেতর পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ এদিকে হাইতির সহায়তায় এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক বিশ্ব৷

https://p.dw.com/p/LVGG
দুর্গত মানুষের আশ্রয় হয়েছে খোলা আকাশের নীচেছবি: AP

ধ্বংসস্তুপ ও লাশের নগরী

মঙ্গলবার হাইতিতে যে সাত মাত্রার ভূমিকম্প সংঘটিত হয় তাতে রাজধানী পোর্তো প্রঁস এখন ধ্বংসস্তূপ ও লাশের নগরীতে পরিণত হয়েছে৷ প্রেসিডেন্ট প্রাসাদ ভবনের একাংশ ধ্বসে গেছে, শত শত বাড়িঘর প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে৷ এসব বাড়িঘরের নীচে চাপা পড়ে আছে হাজার হাজার মানুষ৷ হতাহতের সংখ্যা কত তা এখনও বলা যাচ্ছে না৷ রাস্তায় রাস্তায় দেখা যাচ্ছে চাদরে ঢাকা লাশ পড়ে আছে৷ হাইতির প্রেসিডেন্ট রেনে প্রেভালকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি জানি না, এখন পর্যন্ত শুনেছি ৫০ হাজার৷ ক্ষয়ক্ষতির পরিমাণকে অকল্পনীয় বলে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট রেনে প্রেভাল৷ স্থানীয় রেডক্রস জানিয়েছে যে ভূমিকম্পে হতাহতের সংখ্যা ধারণার চেয়েও বেশি হবে৷

স্বজনহারাদের আর্তনাদ

টেলিভিশন চিত্রে দেখা গেছে, স্বজনহারা মানুষগুলো তাদের স্বজনদের লাশের পাশে বসে আর্তনাদ করছে৷ ধ্বংসস্তূপ থেকে স্বজনদের উদ্ধারের জন্য হাইতির লোকেরা খালি হাতেই ইঁট পাথর সরানোর চেষ্টা করছে৷ কিন্তু তাতে লাভ হচ্ছে খুব অল্পই৷ হাজার হাজার মানুষের জায়গা হয়েছে খোলা আকাশের নীচে৷ তার সঙ্গে যোগ হয়েছে খাদ্য এবং খাবার পানির সংকট৷ সেখানকার পরিস্থিতি সম্পর্কে ডক্টরস উইদাউট বর্ডারস এর কর্মকর্তা মারি ক্রিস্তিন ফেরির ডয়চে ভেলেকে বলেন, ক্ষতির পরিমাণ ভয়াবহ, সব জায়গাতেই হতাহতদের আর্তনাদ৷ মানুষ ছুটোছুটি করছে৷ এই মুহুর্তে আমাদের ভবনগুলো ধ্বসে পড়ার আশংকার কারণে বাইরে গিয়েই কাজ করতে হচ্ছে, একটি ভবন ধ্বসেও পড়েছে৷ হতাহতের পরিমাণ হাজার হাজার৷

Haiti / Erdbeben / Port-au-Prince
রাজধানী পোর্তো প্রঁস এখন ধ্বংসস্তুপছবি: AP

আন্তর্জাতিক তৎপরতা

এদিকে হাইতির দুর্গত মানুষদের উদ্ধারের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ইতিমধ্যেই তাদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে৷ যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারকারী দল পাঠিয়েছে সেখানে৷ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার এই তথ্য জানিয়ে বলেন, সামরিক দল সেখানকার ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করে দেখেছে এবং বিকালের মধ্যেই আমাদের বেসামরিক দুর্যোগ সহায়তা দল সেখানে পৌছেছে৷ ফ্লোরিডা, ভার্জিনিয়া এবং ক্যালিফোর্নিয়া থেকে উদ্ধারকারী দল কালকের মধ্যেই সেখানে পৌঁছোবে৷ এবং আরও জরুরী সহায়তা প্রস্তুত রাখা হয়েছে৷ এর আগে জাতিসংঘ মহাসচিব বান কি মুন এক বার্তায় হাইতির সহায়তায় এগিয়ে আসার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন৷ এদিকে হাইতির দুর্গত মানুষদের সহায়তার জন্য ১৫ লাখ ইউরো বরাদ্দ করেছে জার্মানি৷ অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন দিচ্ছে ৩০ লাখ ইউরো৷ বিশ্বব্যাংক ১০ কোটি ডলার এবং জাতিসংঘের পক্ষ থেকে এক কোটি ডলার সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে৷

ভূমিকম্পের শিকার শান্তিরক্ষী বাহিনী

এদিকে হাইতির ভূমিকম্পের শিকার হয়েছেন সেখানে কর্মরত জাতিসংঘের কর্মকর্তারা৷ ভূমিকম্পের ফলে সেখানে জাতিসংঘের একটি ভবন পুরোপুরি ধ্বসে পড়েছে বলে জানা গেছে৷ এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু নিশ্চিত করেছে জাতিসংঘ৷ জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের সিনিয়র কর্মকর্তা সুজানা মালকোরা জানিয়েছেন, নিহতদের মধ্যে ১০ জন ব্রাজিল, ৩ জন জর্দান এবং একজন হাইতির নাগরিক রয়েছে বলে তারা নিশ্চিত হয়েছেন৷ এছাড়া এখনও শান্তিরক্ষী বাহিনীর প্রায় দেড়শ সদস্য নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে৷

প্রতিবেদক রিয়াজুল ইসলাম সম্পাদনা অরুণ শঙ্কর চৌধুরী