1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হরকাতুল জিহাদ-হুজি’র সদস্যরা এখনো সক্রিয় বাংলাদেশে

১৯ আগস্ট ২০১১

বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ-হুজি’র ৩০ হাজার সদস্য এখনো সক্রিয় বলে স্বীকার করছেন গ্রেফতার হওয়া সংগঠনের প্রধান মাওলানা ইয়াহিয়া৷ আর আমীনীর জঙ্গি সংশ্লিষ্টতা পুলিশকে তদন্ত করে দেখতে বলেছে হাইকোর্ট৷

https://p.dw.com/p/12J5B
বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শেখ হাসিনার উপর হামলার পরের দৃশ্যছবি: DW

কোটালি পাড়ায় ও বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা, রমনা বটমূলে বোমা হামলা এবং যশোরে উদীচীর অনুষ্ঠানে বোমা হামলা চালিয়েছিল হরকাতুল জিহাদ৷ হরকাতুল জিহাদের প্রতিষ্ঠাতা এবং মূল নেতা মুফতি হান্নান গ্রেফতার হওয়ার পর, মাওলানা ইয়াহিয়া সংগঠনের দায়িত্ব পান৷ বৃহস্পতিবার ভোর রাতে তাকে কিশোরগঞ্জ এলাকা থেকে ২ সহযাগিসহ গ্রেফতার করা হয়৷ উদ্ধার করা হয় জেহাদী বই৷ ব়্যাবের পরিচালক কমান্ডার সোহাইল আহমেদ জানান, বাংলাদেশে বড় ধরনের বোমা হামলার জন্য দায়ী হুজি৷

তিনি জানান, মাওলানা ইয়াহিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে সারাদেশে এখনো তাদের ৩০ হাজার নেতা-কর্মী সক্রিয়৷ তারা নানা কৌশলে তাদের দাওয়াতি কাজ অব্যাহত রেখেছে৷

Flash-Galerie Premierministerin von Bangladesch Sheikh Hasina
২১শে অগাস্টের হামলার স্মরণে সমাবেশছবি: bdnews24.com

এদিকে হাইকোর্টের বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং গোবিন্দ চন্দ্র ঠাকুর মুফতি ফজলুল হক আমীনীর জঙ্গি সংশ্লিষ্টা আছে কিনা - তা তদন্ত করে দেখেতে বলেছে সরকারকে৷ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, শহারিয়ার কবিরের আবেদনের ভিত্তিতে আদালত এ নির্দেশ দেন৷ তবে আমীনীর আইনজীবী বদরুদ্দোজা বাবু জানান যে, এই অভিযোগ সত্য হলে তাকে আগেই গ্রেফতার করা হতো৷

ওদিকে সংবিধান ডাষ্টবিনে ছুড়ে মারার কথা বলায় হাইকোর্ট বৃহস্পতিবার আমীনীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার নির্দেশ দিয়েছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য