1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্মার্ট ফোনের বাজার ভাল, মন্দা মোবাইলফোন বিক্রিতে

২৬ ফেব্রুয়ারি ২০১০

২০০৯ সালে বিশ্বব্যাপী মোবাইল ফোন বিক্রি কিছুটা কমলেও উন্নয়নশীল দেশগুলোয় বাড়ছে মোবাইল ফোনের গ্রাহক৷ জাতিসংঘ প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়, উন্নয়নশীল দেশগুলোর অর্ধেকের বেশি মানুষ মোবাইল ফোন ব্যবহার করছে৷

https://p.dw.com/p/MBh2
ফাইল ফটোছবি: AP

আর্ন্তজাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন প্রকাশিত এক রির্পোটে বিশ্বজুড়ে টেলিযোগাযোগ ক্ষেত্রে ব্যাপক বৃদ্ধির দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে৷ এতে বলা হয়, গত বছরের শেষের দিকে ৪.৬ বিলিয়ন মানুষ মোবাইলফোনের গ্রাহক হন৷ ২০০২ সালে এই সংখ্যা ছিল মাত্র ১ বিলিয়ন৷ উন্নয়নশীল দেশগুলোর ৫৭ শতাংশ মানুষ মোবাইলফোনের নতুন গ্রাহক হয়েছেন৷

অন্যদিকে গার্টনার রিসার্চ গ্রুপ জানিয়েছে যে, গত বছর গোটা বিশ্বে মোবাইল ফোনের বিক্রি ০.৯ শতাংশ কমে ১.২ বিলিয়ন ইউনিটে নেমে আসে৷ তবে, স্মার্ট ফোনের সফলতার কারণে বাজারের অবস্থা আগের জায়গায় ফিরে এসেছে৷

স্মার্ট ফোনের কোম্পানিগুলো তাদের গ্রাহকদের বিভিন্ন ধরণের মাল্টিমিডিয়া সুবিধা প্রদান করায় পুরো বছর জুড়ে এর বিক্রির হার ২৩.৪ শতাংশ বেড়ে ১৭২.৪ মিলিয়নে দাঁড়ায়৷ স্মার্ট ফোনের বাজারে ক্যানাডার আরআইএম কোম্পানির ব্ল্যাকবেরির অংশ ১৯.৯ ও এপেল কোম্পানির আইফোন এর অংশ ১৪.৪ শতাংশ৷

গত বছর বিশ্বের প্রধান পাঁচটি মোবাইল ফোন কোম্পানির মধ্যে তিনটি - নোকিয়া, মোটরোলা এবং সনি এরিকসন এর বিক্রি কমে যাওয়ায় কোম্পানি তিনটি ক্ষতির শিকার হয়৷ বাজারে নোকিয়ার অংশ ৩৮.৬ থেকে ৩৬.৪ শতাংশ, মোটরোলার ৮.৭ থেকে ৪.৮ শতাংশ, সনি এরিকসনের ৭.৬ থেকে ৪.৫ শতাংশে নেমে আসে৷ তবে, স্যামসাং মোবাইল ফোনের অংশ ২০০৮ সালে ১৬.৩ থেকে বেড়ে ১৯.৫ শতাংশে পৌঁছেছে৷

আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের রিপোর্টে ১৫৯টি দেশে সেল ফোন, ল্যান্ডলাইন টেলিফোন এবং ইন্টারনেট ব্যবহারের তুলনা করা হয়েছে৷ একদিকে রয়েছে মূলত ইউরোপীয় দেশগুলো, যারা কিনা তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে আছে৷ অন্যদিকে আছে আফ্রিকার সবচেয়ে কম উন্নত দেশগুলো৷ বলা হয়েছে, ইন্টারনেটের ব্যবহার বেড়ে গেছে ঠিকই, তবে তার গতি কিছুটা মন্থর এখন৷

প্রতিবেদক: আসফারা হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক