1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেসবুক

২ জুন ২০১২

আগামী বছর নাগাদ বাজারে স্মার্টফোন নিয়ে হাজির হতে যাচ্ছে সামাজিক যোগাযোগের সবচেয়ে প্রভাবশালী ওয়েবসাইট ‘ফেসবুক’৷ ফেসবুক’এর এক কর্মীর বরাত দিয়ে গত সপ্তাহে এ খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদপত্র ‘দ্য নিউইয়র্ক টাইমস’৷

https://p.dw.com/p/156o5
ছবি: picture-alliance/landov

মোবাইলের মাধ্যমে ফেসবুক ব্যাবহারকারীর সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে৷ সেই ব্যবহারকারীদের ধরে রাখতেই বিভিন্ন ফোন কোম্পানি চালু করেছে নিজেদের নতুন নতুন সেবা৷ কিন্তু অন্য কোম্পানির মোবাইল ফোনে কেবল একটি অতিরিক্ত ‘অ্যাপ্লিকেশন' হিসেবে ফেসবুক (এফবি) আর থাকতে রাজি নয়৷ তাই বিভিন্ন অপশান ও অ্যাপ্লিকেশনসহ ফেসবুক কর্তৃপক্ষ এবার বাজারে আনতে যাচ্ছে নিজেদের আবিষ্কৃত স্মার্টফোন৷

নিউইয়র্ক টাইমস দাবি করেছে, স্মার্টফোন তৈরির লক্ষ্যে এফবি কর্তৃপক্ষ ইতোমধ্যেই নিয়োগ করেছে সফটওয়্যার ও হার্ডওয়্যারের অন্তত আধা ডজন বিশেষজ্ঞ৷ নিয়োগকৃতদের মধ্যে এমন বিশেষজ্ঞও আছেন, যাঁদের অ্যাপল'এর আইফোন এবং আইপ্যাড প্রযুক্তির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে৷

নাম প্রকাশিত না হওয়া অ্যাপল'এর একজন ইঞ্জিনিয়ার যিনি আইফোন তৈরিতে কাজ করেছেন এবং বর্তমানে ফেসবুক'এর স্মার্টফোন তৈরির কাজ করছেন, তাঁর উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে যে, ফেসবুক'এর তৈরি নতুন স্মার্টফোনটির অভ্যন্তরীণ বিবিধ বিষয় নিয়ে সেই ইঞ্জিনিয়ারের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন ফেসবুক'এর স্রষ্টা মার্ক জুকারবার্গ৷

নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এ খবরের সত্যতা জানতে চেয়ে এফবি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বার্তা সংস্থা এএফপি৷ এএফপি জানায়, নিউ ইয়র্ক টাইমস-এ প্রকাশিত খবরটিকে সত্য বলে স্বীকারও করে নি, আবার অসত্য বলে উড়িয়েও দেয় নি ফেসবুক৷ বরং এএফপি'তে একটি ই-মেল লিখে ফেসবুক কর্তৃপক্ষ শুধু জানিয়েছে, ‘‘আমাদের মোবাইল কৌশল অত্যন্ত সরল৷ আমরা মনে করি, মোবাইল যন্ত্রগুলো যদি আরো বেশি সামাজিক হয়, তাহলেই বেশি ভালো৷''

এটুকু ছাড়াও পাঠানো ঐ ই-মেলটিতে এফবি কর্তৃপক্ষ লিখেছে, ‘‘দুনিয়ার আরো বহু মানুষের কাছে শক্তিশালী এই সামাজিক যোগাযোগকে পৌঁছে দিতে - অপারেটরস, হার্ডওয়্যার প্রস্তুতকারী, ওএস সরবরাহকারী এবং অ্যাপ্লিকেশন তৈরিকারীদের সাথে নিয়ে, অর্থাৎ সামগ্রিক মোবাইল শিল্পটিকে নিয়েই আমরা কাজ করছি৷''

এর আগেও ২০১০ সালে খবর প্রকাশ হয়েছিল যে, বাজারে স্মার্টফোন আনতে চলেছে ফেসবুক৷ তখন অবশ্য বিভিন্ন কারণে তার বাস্তবায়ন হয় নি৷ ধারণা করা হচ্ছে, এবার হয়তো সত্যিই ঘটবে ঘটনাটি৷ কারণ বিজ্ঞাপণ সংগ্রহ করা থেকে শুরু করে অন্যান্য নানা উপায়ে অর্থ উপার্জনের দিকে এখন আরো বেশি মনোযোগী হয়েছে এফবি কর্তৃপক্ষ৷

প্রতিবেদন: আফরোজা সোমা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য