1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রসঙ্গ: স্প্যানিশ লিগ

২৯ আগস্ট ২০১৪

উদ্বোধনী ম্যাচে ড্র করার পর অ্যাটলেটিকো মাদ্রিদ নিশ্চয় জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নামবে৷ তাও আবার কোচ দিয়েগো সিমেওনে ছাড়া৷ শিরোপা জয়ে তাদের অন্যতম প্রতিদ্বন্দী রেয়াল মাদ্রিদ ও বার্সেলোনা৷

https://p.dw.com/p/1D38n
Real Madrid vs. Atletico Madrid Spanien Liga Primera Division
ছবি: picture-alliance/dpa

পড়ুন স্প্যানিশ লীগের দ্বিতীয় রাউন্ডের কিছু তথ্য৷

কোচ দিয়েগো সিমেওনের বদলে সহকারী কোচের ভূমিকা পালনে দেখা যেতে পারে জার্মান বুর্গোসকে৷ অ্যাটলেটিকো যখন খেলবে তখন মাঠে তাঁকেই দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে৷ রেয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে রেফারির সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ায় আট ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি৷ সাবেক আর্জেন্টাইন গোলরক্ষক বুর্গোসকে সবাই চেনে ‘মাংকি' নামে৷ সিমেওনে ও বুর্গোস একসময় একই ক্লাবের হয়ে খেলেছেন৷ দু'জনের মধ্যেই ভালো সখ্যতা রয়েছে৷

রেয়াল তারকা আনখেল দি মারিয়া ম্যানচেস্টার ইউনাইটেডে চলে গেছেন৷ ফলে রেয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলোত্তি পড়েছেন চিন্তায়৷ গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পেছনে এই আর্জেন্টাইন মিডফিল্ডারের অবদানটাই ছিল সবচেয়ে বেশি৷ তাই আনচেলোত্তিকে তাঁর ‘লাইন আপ' নতুন করে সাজাতে হবে৷ হয়ত প্রথম সারিতে ক্রিস্টিয়ানো রোনাল্ডো, করিম বেনজেমা এবং গ্যারেথ বেলকে রাখতে পারেন তিনি৷ আর খামেস রদ্রিগেজকে ঠিক কোথায় রাখলে দলের সাফল্য আসবে সেটাও ভাবতে হবে কোচকে৷

প্রথম সারির গোলরক্ষকদের তালিকায় বরাবরই নাম উঠে আসে ইকার কাসিয়াসের৷ কিন্তু মাদ্রিদের এই ক্যাপ্টেন বিশ্বকাপে খারাপ পারফর্মেন্স এবং ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ও অ্যাটলেটিকোর বিপক্ষে যে পারফর্মেন্স দেখিয়েছেন, তাতে তাঁর আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দিয়েছে বলে মনে করা হচ্ছে৷ তাই কোচ আনচেলোত্তির উচিত হবে কাসিয়াসের নিজের প্রতি গ্রহণযোগ্যতা যাতে বাড়ে, সেটার দিকে লক্ষ্য রাখা৷

বিশ্বকাপ থেকে চোট যেন পিছু ছাড়ছে না বার্সেলোনা তারকা নেইমারের৷ গত সপ্তাহে গোড়ালিতে চোট পাওয়ার কারণে তার জায়গায় মুনির এল হাদাদিকে নামানো হয় ম্যাচে৷ ১৮ বছর বয়সি মুনির একটি গোল করে স্প্যানিশ লিগে তাঁর যাত্রাটা ভালোভাবেই শুরু করেছে৷ কোচ লুইস এনরিকে এখন ভাবছেন আগামী ম্যাচে নেইমার কি মেসির সাথে মাঠে নামতে পারবেন, নাকি মুনিরকেই আবারো মাঠে নামাবেন তিনি৷

এপিবি/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য