1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্টেডিয়ামে ক্রিকেট দেখতে গেলে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা!

২৪ ফেব্রুয়ারি ২০১১

বিশ্বকাপ ক্রিকেটকে ঘিরে উন্মাদনার শেষ নেই৷ এবার কিছুটা বঞ্চিত হলেও ক্রিকেট-মার্কা ঘুড়ি উড়িয়ে ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করে নজর কাড়ছে কলকাতা শহর৷

https://p.dw.com/p/10Osm
ইডেন গার্ডেনসছবি: Prabhakar Mani Tiwari

পতাকা কত উঁচু করে তুলে ধরা যায়? যত উঁচু, ততই নজর আকর্ষণ করবে – এটাই স্বাভাবিক৷ বিখ্যাত ইডেন গার্ডেনস স্টেডিয়াম এবারের বিশ্বকাপে বেশ অবহেলিত হলেও কলকাতার ক্রিকেট-পাগল মানুষের উৎসাহে কোনো ভাটা পড়ে নি৷ তারই বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে নানা ভাবে৷ যেমন ঘুড়ির দোকানে৷ রঙবেরঙের ঘুড়ি কোনো নতুন ব্যাপার নয়৷ এখন কিন্তু ঘুড়ির দোকান জুড়ে শুধু ভারতের তেরঙা জাতীয় পতাকা ও খেলোয়াড়দের মুখচ্ছবির ছড়াছড়ি৷ অর্থাৎ আকাশেও শুধু পতাকা ও ক্রিকেটারদের রমরমা৷ দামও তেমন বেশি নয়৷ ৩ থেকে ৪ ভারতীয় টাকায় পাওয়া যাচ্ছে আস্ত একটা ঘুড়ি৷

ঘুড়ির গায়ে কার ছবি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে? অনেক দোকান ঘুরে যা বোঝা যাচ্ছে, তাতে শীর্ষ স্থানে রয়েছেন ভারতের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি৷ তার ঠিক পরেই শচিন তেন্ডুলকর৷ তবে কলকাতার সংস্কৃতির সঙ্গে সংকীর্ণ জাতীয়তাবাদ খাপ খায় না৷ ফলে শুধু ভারত নয়, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ক্যানাডার মত অন্যান্য বিশ্বকাপ টিমের পতাকাও ঘুড়িতে স্থান পাচ্ছে৷

এবারের বিশ্বকাপের ৩টি ম্যাচ দেখার সুযোগ পাবে ইডেনের দর্শক৷ ১৫ই মার্চ দক্ষিণ আফ্রিকা বনাম আয়ারল্যান্ড, ১৮ই মার্চ আয়ারল্যান্ড বনাম নেদারল্যান্ডস এবং ২০শে মার্চ জিম্বাবোয়ে বনাম কেনিয়ার ম্যাচ দেখার সুযোগ পাবেন তারা৷ কিন্তু এই সব টিমের খেলা দেখতে ৬৭,০০০ আসনের ইডেন গার্ডেন্স ভর্তি হবে কি না, তা নিয়ে আয়োজকদের দুশ্চিন্তা রয়েছে৷ ফলে দর্শক আকর্ষণ করতে তারা এক অভিনব পথ গ্রহণ করছে৷ ৭৫০ ভারতীয় টাকার বেশি দামের টিকিট কিনলে বিনামূল্যে স্বাস্থ্য-পরীক্ষার পরিকল্পনা হাতে নিচ্ছে তারা৷ অর্থাৎ টিকিট কিনে মাঠে এলে রক্তচাপ, হৃদযন্ত্রের পরীক্ষা সহ ডাক্তারের অভিমত পেয়ে যাবেন দর্শকরা৷ ফলে টেনেটুনে ৫০,০০০ দর্শক জোগাড় হয়ে যাবে বলে কর্তৃপক্ষের আশা রয়েছে৷

ইডেন গার্ডেনস'কে সময়মতো বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে না পারায় ভারত ও ইংল্যান্ডের ম্যাচ চলে গেছে বেঙ্গালুরু'র হাতে৷ আগামী রবিবারের সেই ম্যাচের জন্য টিকিট বিক্রিকে কেন্দ্র করে বৃহস্পতিবার শহরের চিন্নাস্বামী স্টেডিয়ামে পুলিশ ও জনতার সংঘর্ষে অসংখ্য মানুষ আহত হয়েছে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ