1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্কুলে গুলি

১৮ ডিসেম্বর ২০১২

হত্যাকাণ্ডের সঙ্গে হলিউডের কোনো সম্পর্ক নেই, আবার আছেও৷ হলিউড থেকে মারদাঙ্গার অসংখ্য ছবি মুক্তি পায় প্রতি বছর৷ সেখানে রক্তারক্তি, খুন – এসব না থাকলে তরুণরা কি এত হিংস্র হতো?

https://p.dw.com/p/174bo
ছবি: AP

প্রশ্নের মুখে টম ক্রুজের ছবির প্রিমিয়ারও পিছিয়েছে৷

কানেটিকাটের নিউ টাউন স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে ২০ শিশুসহ ২৬ জনের মৃত্যুর কারণে যুক্তরাজ্য জুড়ে এখনো শোকের ছায়া৷ অ্যাডাম লানজা নামের ২০ বছর বয়সি এক তরুণ নির্বিচারে হত্যা করে তাদের৷

এমন ঘটনার ধাক্কা সামলাতে সময় লাগেই৷ তাই বলে পাঁচদিন পরও যে সমস্যা হতে পারে তা বুঝবে কী করে প্যারামাউন্ট পিকচার্স? তারা ভেবেছিল ঘটনা যেহেতু শুক্রবারের, আগের ঘোষণা অনুযায়ী তাই পাঁচদিন পর ‘জ্যাক রিচার' ছবির প্রিমিয়ার হতেই পারে৷ টম ক্রুজের ছবি বলে কথা, যখন তখন চাইলেই তো অনুষ্ঠান পেছানো যায় না! কিন্তু কানেকটিকাটের স্কুলে শিশুহত্যার পর জনমনে যে পরিবর্তন এসেছে, তা না বুঝে আগের ঘোষণা অনুযায়ী প্রিমিয়ার করতে গিয়ে প্যারামাউন্ট পড়েছে বিপদে৷ চারিদিকে সমালোচনা আর সমালোচনা৷ হলিউড সব সময় মারদাঙ্গার ছবি করে খুন-রাহাজানিকে মহিমান্বিত করে বলেই তরুণরা ক্রমশ হিংস্র হয়ে উঠছে, ভিডিও গেমস- টিভি সিরিয়ালেও চোখ রাখলেই হিংস্রতা আর হিংস্রতা – এসব আর কত! এ প্রশ্ন এত লোকের মুখে এতভাবে শোনা যেতে লাগলো যে শেষ পর্যন্ত প্যারামাউন্টকে বলতেই হলো – বুধবার শুধু ছবি মুক্তির ঘোষণা, সেখানে কোনো রেড কার্পেট থাকবে না, কোনো আনন্দ-ফুর্তি হবে না৷ হলগুলোতে ‘জ্যাক রিচার' দেখানো হবে শুক্রবার থেকে৷

Bildergalerie 50. Geburtstag von Tom Cruise
টম ক্রুজের ছবির প্রিমিয়ার পিছিয়ে গেছেছবি: picture-alliance/dpa/dpaweb

হিংস্রতা ছড়ানোর অভিযোগে শুধু যে টম ক্রুজের ‘জ্যাক রিচার' ছবির প্রিমিয়ারই পিছিয়েছে – তা কিন্তু নয়৷ বিলি ক্রিস্টাল আর বেটি মিডলারের ‘প্যারেন্টাল গাইডেন্স'-এর প্রিমিয়ারও পিছাচ্ছে৷ যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘ফ্যামিলি গাই' এবং ‘আমেরিকান ড্যাড'-এর একটি পর্ব অন্তত না দেখানোর সিদ্ধান্ত নিতে হয়েছে অনুষ্ঠান প্রযোজককে৷ কমেডি শো ‘স্যাটারডে নাইট লাইভ' প্রচারিত হবে, তবে পরিস্থিতি বুঝে তাদেরও অনুষ্ঠান পরিকল্পনায় আনতে হয়েছে পরিবর্তন৷

ওদিকে ‘জ্যাংগো আনচেঞ্জড' নামের এক ছবি নিয়ে ঘটেছে অদ্ভূত এক ঘটনা৷ পরিচালক কুয়েন্টিন টারান্টিনোর কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, ‘‘আপনার এ ছবিতেও এত ভায়োলেন্স কেন?'' শুরুতে খানিকটা বিব্রত হলেও পরে সামলে নিয়ে টারান্টিনো বললেন, ‘‘দেখুন হিংস্রতা তো সমাজে আছে, পাশাপাশি ট্র্যাজেডিও আছে৷''

এভাবে অ্যাকশন ছবির পক্ষে ওকালতি করতে গিয়ে আরো বিব্রত হতে হয় তাঁকে, কারণ, ছবির অন্যতম তারকা জ্যামি ফক্স তখন পাশ থেকে বলে ওঠেন, ‘‘তাই বলে সত্যকে অস্বীকার করে আমরা কখনো বলতে পারিনা যে ছবিতে আমরা যা যা দেখাই তার কোনো প্রভাবই সমাজে পড়ে না৷ প্রভাব অবশ্যই পড়ে৷''

এসিবি/ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য