1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সৌন্দর্যের আকাঙ্খা থেকে জীবনের ঝুঁকি

৩ জানুয়ারি ২০১২

ফ্রান্সের হাজার হাজার নারী এখন খুব উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন৷ বুকের সৌন্দর্য বৃদ্ধির জন্য তারা সিলিকন প্রতিস্থাপন করিয়েছিলেন বুকে ৷ এই কৃত্রিম পদার্থে এখন ছিদ্র দেখা গেছে, ফলে সংক্রমণ এমনকি ক্যানসারও দেখা দিতে পারে৷

https://p.dw.com/p/13d3r
In this photo taken Thursday, Dec. 22, 2011, Chantal Guerin, a 46-year-old accountant and mother of three, displays a breast implant made by Poly Implant Prothese, or PIP, that was removed from her left breast, during an interview with The Associated Press in Paris. Guerin had her left breast removed after cancer and had PIP implants put in both breasts. (Foto:Christophe Ena/AP/dapd)
‘সিলিকনের ফেটে যাওয়ার ঝুঁকি বেশি, এর ফলে জ্বালাপোড়া থেকে সংক্রমণও দেখা দিতে পারে৷'ছবি: dapd

বিষয়টি এখন চিকিত্সকদের তো বটেই রাজনীতিকদেরও মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে৷

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিলেন, বিপজ্জনক সিলিকন প্রতিস্থাপন করিয়েছেন যে সব মেয়ে, তাদের শুধু ডাক্তারের কাছে পরামর্শের জন্য যেতে হবে৷ কিন্তু অবস্থাটা এখন আরো জটিল হয়ে দাঁড়িয়েছে৷ এ প্রসঙ্গে স্বাস্থ্য মন্ত্রনালয়ের রাষ্ট্রসচিব নোরা বেরা বলেন, ‘‘আমরা ভুক্তভোগী মেয়েদের জোর পরামর্শ দেব, জরুরি অবস্থা দেখা না দিলেও তারা যেন সিলিকন সরিয়ে ফেলেন৷''

নোরা বেরা এই সব মেয়েদের সান্ত্বনা জানিয়ে খুব বেশি আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দেন৷ দক্ষিণ ফ্রান্সের পিআইপি নামের এক কোম্পানি নয় বছর ধরে বাথরুম ও গাড়ির যন্ত্রাংশ জোড়া লাগাবার কাজে ব্যবহৃত পদার্থ সিলিকনের সাথে মিশিয়ে তাদের পণ্য প্রস্তুত করে আসছিল৷

সংক্রমণের সম্ভাবনা

রাষ্টসচিব নোরা বেরার ভাষায়, ‘‘পিআইপি-র তৈরি সিলিকনে ক্যানসারের ঝুঁকি বাড়ার সম্ভাবনা তেমন নেই৷ তবে আরেকটা বিপদ হতে পারে৷ তা হল, এই সিলিকনের ফেটে যাওয়ার ঝুঁকি বেশি, এর ফলে জ্বালাপোড়া থেকে সংক্রমণও দেখা দিতে পারে৷''

এসব কারণে সিলিকনের বস্তুগুলো বের করে নেয়ার ব্যাপারে জোর দেয়া হচ্ছে৷ ফ্রান্সে ৩০ হাজার নারী এই সমস্যায় পড়েছেন৷ স্বাস্থ্য মন্ত্রী জাভিয়ের ব্যার্ট্রাঁ আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই এই সব মেয়েকে সাহায্য করার অঙ্গীকার করেছেন৷ ব্যার্ট্রাঁ-র ভাষায়, ‘‘এই অপারেশনের সম্পূর্ণ খরচই বহন করবে বিমা কোম্পানিগুলি৷''

অবশ্য এ ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে৷ বিমা কোম্পানিগুলি বিপজ্জনক সিলিকন বের করে নিতে সেই সব মেয়ের জন্যই খরচ বহন করবে, যাদের স্তনের ক্যানসারের অপারেশনের পর সিলিকনের বুক তৈরি করা হয়েছে৷ এই সংখ্যাটা ভুক্তভোগী নারীদের এক পঞ্চমাংশ হবে৷ অন্যরা সৌন্দর্য বৃদ্ধির কথা ভেবে শল্য চিকিত্সকের শরণাপন্ন হয়েছিলেন৷ এক উদ্বিগ্ন নারী বলেন, ‘‘আমার দুই থেকে তিন হাজার ইউরো খরচ হয়েছে এই অপারেশনের জন্য৷ এটা অত্যন্ত ব্যয়বহুল৷ আমি মধ্যবিত্ত হলেও মাসের শেষে খরচ চালানো কষ্টকর হয়ে যায়৷ দ্বিতীয় অপারেশনের খরচ বহন করা আমার পক্ষে সম্ভব নয়৷''

এই অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্ল্যাস্টিক সার্জনদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন তারা পারিশ্রমিকের ব্যাপারে সংযত হন৷ তবে এটা এখনও অস্পষ্ট যে, এ ব্যাপারে জবাবদিহির দায়ভারটা কে নেবে৷ এই কেলেঙ্কারি প্রকাশ হয়ে যাওয়ার পর সিলিকনের পণ্য প্রস্তুতকারী সেই কোম্পানিটি দেড় বছর আগে দেউলিয়া হয়ে গেছে৷

জার্মানিতে সতর্ক সংকেত দেয়া হয়নি

জার্মানির ওষুধ ও চিকিৎসা যন্ত্রপাতি সংক্রান্ত ইনস্টিটিউট অবশ্য সিলিকন প্রতিস্থাপন করিয়েছেন যে সব মেয়ে, তাদের অতটা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে৷ বলা হয়েছে, কৃত্রিম এই পদার্থটি অপসারণ করার প্রয়োজন নেই সবার ক্ষেত্রে৷ তবে উদ্বিগ্ন মেয়েরা ব্যক্তিগতভাবে ডাক্তারের পরামর্শ নিতে পারেন, বলেন ইন্সটিটিউটের মুখপাত্র মাইক পমার৷ কেননা সিলিকন সরানোর জন্য অপারেশনের ঝুঁকিটাও কম নয়৷

জার্মান এস্থেটিক প্লাস্টিক সার্জারি সমিতির মতে প্রথমত ভুক্তভোগী মেয়েদের দেখতে হবে, এই সিলিকন ফ্রান্সের পিআইপি কোম্পানির তৈরি কিনা৷ তাহলে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে৷ জার্মানিতে খুব কম ক্ষেত্রেই পিআইপি-এর পণ্য ব্যবহার করা হয়েছে৷ বেশির ভাগই অন্য কোম্পানির সামগ্রী৷

উল্লেখ্য, পিআইপি কোম্পানিটি অধিকাংশ পণ্যই দক্ষিণ অ্যামেরিকা, স্পেন ও ব্রিটেনে রপ্তানি করেছে৷ ভেনিজুয়েলার স্বাস্থ্যমন্ত্রী নিখরচায় দূষিত সিলিকন সরিয়ে নেয়ার প্রস্তাব দিয়েছেন৷

প্রতিবেদন: রায়হানা বেগম

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য