1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেটেলের নতুন রেকর্ড

১৮ নভেম্বর ২০১৩

রবিবার ইউএস গ্রঁ প্রি-তে জিতে ফর্মুলা ওয়ান মোটর রেসিং-এর ইতিহাসে একটি নতুন – এবং একেবারে একক ও নিজস্ব – রেকর্ড করলেন রেড বুল দলের জার্মান ড্রাইভার সেবাস্টিয়ান ফেটেল: পর পর আটটি রেসে জয়৷

https://p.dw.com/p/1AJIo
Red Bull Formula One driver Sebastian Vettel of Germany leads the pack during the Austin F1 Grand Prix at the Circuit of the Americas in Austin November 17, 2013. REUTERS/Mike Stone (UNITED STATES - Tags: SPORT MOTORSPORT F1)
ছবি: Reuters

জেতার পরে ফেটেলকে প্রশ্ন করা হয়েছিল, তিনি নিজেকে চিমটি কেটে দেখেছেন কিনা, তিনি জেগে আছেন, না স্বপ্ন দেখছেন৷ চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ফেটেল হেসে বলেন: ‘‘শুধু চিমটি কাটা নয় – নিজেকে ঘুষি মেরে দেখতে হচ্ছে, আমি স্বপ্ন দেখছি কিনা৷''

ফেটেলই হলেন তরুণতম ড্রাইভার, যিনি পর পর চারবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন৷ তাঁকে নিয়ে আপাতত যে প্রশ্নটা সকলের মনে, সেটা হলো, ফেটেল এখনও জেতার প্রেরণা পান কোথা থেকে? যখন অন্য অনেক ড্রাইভার হয়ত মনে মনে বলতেন: অনেক তো হয়েছে, এবার একটু ঢিলে দেওয়া যাক৷

ABU DHABI, UNITED ARAB EMIRATES - NOVEMBER 02: Sebastian Vettel of Germany and Infiniti Red Bull Racing celebrates finishing second during qualifying for the Abu Dhabi Formula One Grand Prix at the Yas Marina Circuit on November 2, 2013 in Abu Dhabi, United Arab Emirates. (Photo by Paul Gilham/Getty Images)
সেবাস্টিয়ান ফেটেলছবি: Getty Images

ফেটেল বলেছেন: ‘‘যে মুহূর্তে তোমার জেতার খিদে ফুরিয়ে গিয়েছে, মনে প্রশ্ন জেগেছে, আর এখন কি করা যায় – তখনই আরো এগিয়ে অন্য কিছু একটা করা প্রয়োজন৷'' রেস জেতায় অভ্যস্ত হয়ে পড়লে চলবে না, বলেছেন ফেটেল৷ আগামী সপ্তাহান্তে এ মরশুমের শেষ দৌড় – ব্রাজিলে৷ সেখানে জিততে পারলে ফেটেল মিশায়েল শুমাখারের আরো একটি রেকর্ড ধরে ফেলতে পারবেন – শুমাখারের ২০০৪ সালে করা রেকর্ড: একটি মরশুমে ১৩টি রেস জেতা৷

ফেটেলের দল রেড বুলেরও বৃহস্পতি তুঙ্গে৷ তবে রেড বুল এবং সেবাস্টিয়ান ফেটেলের গত চার বছরের একাধিপত্য আগামী মরশুমে টাল খেতে পারে, কেননা ফর্মুলা ওয়ান রেসিং কারগুলোর ক্ষেত্রে বিপুল সব পরিবর্তন আসতে চলেছে৷ যদিও আপাতত তা নিয়ে মাথা ঘামানোর কোনো অর্থ হয় না৷ টেক্সাসে সার্কিট অফ দ্য অ্যামেরিকাস-এ ফিনিশিং লাইন পার হওয়ার সময় ফেটেল তাঁর রেড বুল দলকে রেডিও মারফত বলেন: ‘‘আমি নির্বাক৷ এই দিনগুলোকে মনে রাখতে হবে৷ এ রকম যে চিরকাল থাকবে, তার তো কোনো গ্যারান্টি নেই...''

এসি/ডিজি (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য