1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেনেটেও সংখ্যাগরিষ্ঠতা পেল রিপাবলিকানরা

৫ নভেম্বর ২০১৪

নিজের দলের ভরাডুবি দেখছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ ‘হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ’-এর পর সেনেটেও সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে রিপাবলিকানরা৷ মঙ্গলবার মধ্যবর্তী নির্বাচনে সেনেটেরও দখল নিলো তারা৷ গত আট বছরে একবারও এমন হয়নি৷

https://p.dw.com/p/1Dh0k
Kongresswahlen in den USA (Jubelnde Republikaner)
ছবি: Reuters/M. Kauzlarich

তবে বিশ্লেষকরা এমনটিই অনুমান করছিলেন৷ বারাক ওবামার নেতৃত্বে ডেমোক্র্যাট সরকার যুক্তরাষ্ট্রে আরো অর্থনৈতিক সমৃদ্ধি এনে দিলেও হাউজ অফ রিপ্রেজেন্টিটিভ, অর্থাৎ কংগ্রেসের নিম্মকক্ষ প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা আগে থেকেই সংখ্যাগরিষ্ঠ ছিল৷ উচ্চকক্ষ, অর্থাৎ সেনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে তাদের মাত্র ছয়টি আসনের দরকার ছিল৷ ওবামার প্রতিপক্ষরা এবার তা-ও পেয়ে গেছে৷ ফলে নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ রিপাবলিকানদের নিয়ন্ত্রণে৷ যুক্তরাষ্ট্রের প্রথম অশ্বেতাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামার জন্য এখন দ্বিতীয় মেয়াদের বাকি সময়টা কঠিন হবে বলেই ধারণা করা হচ্ছে৷

৪ঠা নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে সেনেটে একশ আসনের মধ্যে অন্তত ৫২টি আসনের দরকার ছিল রিপাবলিকানদের৷ ডেমোক্র্যাটদের কাছ থেকে সাতটি আসন কেড়ে নিয়ে সেই লক্ষ্য অর্জন করে ফেলেছে তারা৷ ফলে প্রেসিডেন্ট হবার আগে বারাক ওবামা সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশকে যে অবস্থায় দেখেছিলেন, এখন নিজেই পড়েছেন ঠিক সেই অবস্থায়৷ প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের মেয়াদ শেষ হওয়ার আগেই হাউস অফ রিপ্রেজেন্টিটিভ এবং সেনেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে বসেছিল তাঁর দল৷ এবার ঠিক উল্টো চিত্র৷ যুক্তরাষ্টের ‘গ্র্যান্ড ওল্ড পার্টি' (জিওপি) ডেমেক্র্যাটরা প্রেসিডেন্ট বারাক ওবামার মেয়াদ শেষের দু'বছর আগেই প্রতিনিধি সভা এবং সেনেটে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করল৷ দলটি এখন ২০১৬-র প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত এই ধারা বজায় রেখে ক্ষমতায় ফেরার চেষ্টা করবে – এটাই স্বাভাবিক৷

ডেমোক্র্যাটরা সেনেটে নিজেদের হার মেনে নিয়ে প্রতিপক্ষকে অভিনন্দন জানাতে দেরি করেনি৷ এক বিবৃতিতে ডেমোক্র্যাট নেতা হ্যারি রিড বলেছেন, ‘‘ভোটে ভোটাররা যে বার্তা দিয়েছেন তা খুব পরিষ্কার৷ তাঁরা চান, আমরা এখন মিলেমিশে কাজ করি৷'' সেনেটে সংখ্যাগরিষ্ঠ হবার পর রিপাবলিকানরা আগের চেয়ে অনেক বেশি সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি৷

এসিবি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য