1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্মার্টফোন ব্যবহার

৫ মার্চ ২০১২

স্পেনের বার্সেলোনায় সম্প্রতি শেষ হয়ে গেল ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস’৷ নোকিয়া সেখানে ৪১ মেগাপিক্সেল ক্যামেরা সম্বলিত একটি স্মার্টফোন দেখিয়েছে৷ মেলায় উপস্থিত ছিলেন গ্রামীণফোন’এর ঊর্ধ্বতন কর্মকর্তা মো. হাসান৷

https://p.dw.com/p/14Enc
The following photo was sent by Md Hasan. I have taken his interview. Mr Hasan has given permission to use the photo.
Md Hasanছবি: Md Hasan

তিনি বলেন, মোবাইল ফোন সংশ্লিষ্ট বিশ্বের প্রায় সব শীর্ষ প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে৷ তারা তাদের নতুন নতুন সেট এবং অ্যাপ্লিকেশন মেলায় দেখিয়েছে৷ এছাড়া এই খাতের ভবিষ্যত নিয়ে আলোচনা হয়েছে৷

গ্রামীণফোনের এই কর্মকর্তা বলেন স্মার্টফোন নিয়ে বেশি আলোচনা হয়েছে মেলায়৷ যেমন - আগামী পাঁচ বছরের মধ্যে জমিতে সেচের কাজে স্মার্টফোনকে কীভাবে কাজে লাগানো যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে৷ এছাড়া, বর্তমানে দামি এই সেটের মূল্য কীভাবে কমিয়ে আনা যায় সেটা নিয়েও চিন্তা ভাবনা চলছে৷ আগামী পাঁচ বছরের মধ্যে স্মার্টফোনের দাম ৪০ ডলারের (৩,৩০০ টাকা) নীচে নামিয়ে আনার পরিকল্পনা হচ্ছে বলে জানান হাসান৷

epa03124531 Nokia president Stephen Elop during a press event to present the new models of Nokia at the Mobile World Congress in Barcelona, Spain, 27 February 2012. The Mobile World Congress runs until 01 March. EPA/ALBERTO ESTEVEZ
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নোকিয়ার ফোনছবি: picture-alliance/dpa

তিনি বলেন, নোকিয়া যে ৪১ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন নিয়ে এসেছে সেটার প্রতি সবার অনেক আগ্রহ দেখা গেছে৷ তবে কবে ফোনটি বাজারে আসবে এবং এর দামই বা কত হবে সেটা জানায়নি নোকিয়া৷ কিন্তু সংশ্লিষ্টদের ধারণা, অ্যাপল যেদিন আইপ্যাডের তৃতীয় সংস্করণ বাজারে ছাড়বে সেসময় নোকিয়াও তার ফোন বিক্রির ঘোষণা দিয়ে পারে৷

এদিকে বুধবার ‘আইপ্যাড থ্রি' বাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে৷ কেননা সেদিন একটি সংবাদ সম্মেলন ডেকেছে অ্যাপল৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য