1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সেক্স সিম্বল’ প্রিয়াঙ্কা

আরাফাতুল ইসলাম২ ফেব্রুয়ারি ২০১৩

প্রিয়াঙ্কা চোপড়া হচ্ছেন বর্তমান সময়ে বলিউডের সবচেয়ে জনপ্রিয় নায়িকা৷ ভারতের অন্যতম কাম্য রমণী হিসেবে বিবেচনা করা হয় তাঁকে৷ বিনোদন ম্যাগাজিনগুলো তাঁকে কখনো ‘সেক্স সিম্বল’ কখনো ‘স্টাইল আইকন’ হিসেবে আখ্যা দিচ্ছে৷

https://p.dw.com/p/17X00
epa03256412 Bollywood actress and singer-songwriter Priyanka Chopra arrives on red carpet for the International Indian Film Academy (IIFA) Awards in Singapore, 09 June 2012. The 13th IIFA, often referred to as the Bollywood Oscars, celebrates the international nature of Indian cinema and is held in a different country outside of India each year. EPA/STEPHEN MORRISON +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

প্রিয়াঙ্কা অবশ্য বলিউডের সীমানা পেরিয়ে উড়াল দিয়েছেন বহুদূরে৷ পপ মিউজিকের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিশ্ব ময়দানে লড়ছেন তিনি এখন৷ গত বছরের সেপ্টেম্বরে পপ সংগীত তারকা হিসেবে বিশ্ব দরবারে নিজের নাম লেখান প্রিয়াঙ্কা৷ প্রকাশ করেন তাঁর প্রথম একক অ্যালবাম ‘ইন মাই সিটি'৷ এখন এই অ্যালবাম নিয়ে মার্কিন মুল্লুকে উড়ে বেড়াচ্ছেন তিনি৷

Priyanka Chopra performs during the 2011 International Indian Film Academy Awards ceremony early Sunday morning, June 26, 2011, in Toronto. (Foto:The Canadian Press, Chris Young/AP/dapd)
ছবি: dapd

পপ সংগীত জগতে প্রবেশ সম্পর্কে প্রিয়াঙ্কার বক্তব্য হচ্ছে, ‘আমি সবসময়ই নতুন কিছু করতে চেয়েছি৷ আমি ব্যতিক্রমী হতে ভালোবাসি৷ তবে নিজের ছবিতে গান গাইতেও একসময়ে আমি লজ্জা পেতাম৷'

নিজেকে সংগীত তারকা হিসেবে প্রতিষ্ঠিত করতে বেশ খানিকটা সময়ই নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া৷ প্রথম অ্যালবামের পেছনে ব্যয় করেছেন পাক্কা এক বছর দেড় মাস৷ এসময় বলিউডেও খুব বেশি পদাচারণা ছিল না তাঁর৷ ফোর্বস ভারতকে এই বিষয়ে তিনি বলেন, ‘একজন চাইলেই স্টুডিওতে গিয়ে গান শুরু করতে পারে না৷ এজন্য নিজেকে প্রস্তুত করতে হয়৷ আমি এজন্য প্রশিক্ষণ নিয়েছি৷ কঠোর পরিশ্রম করেছি৷'

Die indische Filmschauspielerin Priyanka Chopra im Film "Agneepath", der am 26.1.2012 weltweit anläuft. Regisseur Karan Malhotra, Produzent : Karan Johar
ছবি: Eros International

উল্লেখ্য, ২০০০ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জয় করেন প্রিয়াঙ্কা চোপড়া৷ এরপর আর তাঁকে পেছনে ফিরে তাকাতে হয়নি৷ ২০০২ সালে আব্বাস মাস্তান পরিচালিত ছবি ‘হামরাজ'-এ অভিনয়ের মাধ্যমে বলিউডে পা ফেলেন তিনি৷ নিজের ক্যারিয়ারের পঞ্চাশতম ছবিটি তিনি শেষ করবেন এবছরই৷

Bollywood star Priyanka Chopra arrives for the premiere of the movie 'Don - The King Is Back'' during the 62nd Berlin International Film Festival, in Berlin, Germany, 11 February 2012. The movie is presented in the section Berlinale Special at the 62nd Berlinale running from 09 to 19 February. Photo: Angelika Warmuth dpa
ছবি: picture-alliance/dpa

বলিউডে অভিনয়কে এখন আর খুব বড় কোন যোগ্যতা হিসেবে বিবেচনা করেন না প্রিয়াঙ্কা৷ বরং তাঁর ভাষায়, ‘‘একটি মেয়ে সুবিধাজনক অবস্থায় পৌঁছে যেতে পারে এবং বলিউডে জায়গা করে নিতে পারে৷ এজন্য শুধু তাকে এটা নিশ্চিত করতে হবে যে, সে দেখতে ভালো৷'' কিন্তু পপ মিউজিকের বিশ্ব দরবারে শুধু দেখতে ভালো হলেই হবে না৷ বরং দরকার আরো যোগ্যতা৷ শুরুতে সেসব যোগ্যতা ভালোই দেখাচ্ছেন ৩০ বছর বয়সি এই ভারত সুন্দরী৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য