সেই বাঁশিওয়ালার গল্প | পাঠক ভাবনা | DW | 27.05.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

সেই বাঁশিওয়ালার গল্প

ঢাকা থেকে সোহেল রানা লিখেছেন, বেশ কয়েকদিন পরে আবার লিখছি৷ ‘হ্যামিলনের বাঁশিওয়ালা’ নামের বিশ্বখ্যাত গল্পের কথা ​আমরা সবাই জানি৷ ছোট বড় সবার কাছেই এটা এখনও সমান জনপ্রিয়....

জার্মানির লোয়ার স্যাক্সনি রাজ্যের ‘হামেল্ন’ বা হ্যামিলন শহর এই কল্প কাহিনির অনেক চিহ্ন বহন করে​চলেছে৷ আমি জানি না আসলেই এ রকম কোনো কাহিনি ঘটেছিল কিনা৷ তবে এই গল্পটি আজও পুরাতন হয়নি৷ আমি মাঝে মাঝেই আমার বাচ্চাকে গল্পটি শোনাই আর নিজেও হারিয়ে যাই সেই অজানা রহস্যে৷ আজকে আপনাদের ওয়েবসাইটে সেই পুরনো দিনের গল্পের স্মৃতিময় ছবিঘরটি আমার লেখাকে আটকাতে পারলো না৷ দু’কলম না লিখে কি করে থাকি!

ডয়চে ভেলের ই-মেল থেকে অন্বেষণ দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে৷ এটা বেশ ভালো দিক৷ তবে ডয়চে ভেলের মতো প্রতিষ্ঠানের কোনো অনুষ্ঠান শোনা বা দেখার জন্য কাউতে আমন্ত্রণ জানাতে হবে এটা আমার কাছে বেশ কষ্টকর৷ যদিও এখন তাই হচ্ছে৷​যখন আপনাদের রেডিও সার্ভিস চালু ছিল তখন কিন্তু আপনাদের কোনো শ্রোতাকে অনুষ্ঠান শোনার জন্য আলাদা করে কোনো আমন্ত্রণ-পত্র বা মেল পাঠাতে হয়নি৷ এমনিতেই শত শত শ্রোতা আপনাদের মেলবক্স ভরে দিতেন৷ তবে অন্বেষণে যেহেতু পাঠকরা অংশ নিচ্ছেন, সেক্ষেত্রে ওয়েবসাইটে আরো একটি কুইজের আয়োজন করতে পারেন৷

এটা কিন্তু খারাপ হবে না৷ চাইলে এ বিষয়ে আপনারা ফেসবুকে একটি মন্তব্য নিতে পারেন৷ আপনারা সবাই ভালো থাকবেন৷​ মো.সোহেল রানা হৃদয়, ঢাকা সেনানিবাস, ঢাকা৷

আপনাদের পাঠক ভাবনা নিয়মিত আপডেট সহ আমার কিছু দাবি আপনাদের কাছে তুলে ধরছি৷ আশা করি আমার চাওয়াগুলো বিবেচনা করবেন৷ পাঠক ভাবনা এক সপ্তাহ পরপর আপডেট করতে হবে৷ এখানে একজনের লেখা দীর্ঘদিন রাখা যাবে না৷ মাসিক কুইজ চালু করতে হবে৷ সামনে ফুটবল বিশ্বকাপ, তাই বিশেষ কুইজের আয়োজন করতে হবে৷ ছবি দেখে ক্যাপশন লেখা অব্যাহত রাখতে হবে৷ এমএ বারিক, শিহলী, শিবগঞ্জ, বগুড়া৷

-‘পাঠক ভাবনা’ এখন প্রতিদিনই আপডেট করা হচ্ছে৷ পাঠক বন্ধুদের কাছ থেকে যথেষ্ট মতামত পেলেই কেবল এই আপডেট করা ধরে রাখা সম্ভব৷ ধন্যবাদ আপনাদের৷

সংকলন: নুরুননাহার সাত্তার
সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন