1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুয়ারেজ নাই, চিন্তিত উরুগুয়ে, খুশি নেদারল্যান্ডস

Riazel Islam৬ জুলাই ২০১০

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মঙ্গলবার মুখোমুখি হতে যাচ্ছে নেদারল্যান্ডস এবং উরুগুয়ে৷ দুই দলের সামনেই এখন ইতিহাস গড়ার সুযোগ তৈরি হয়েছে৷

https://p.dw.com/p/OBz0
ঘানার বিরুদ্ধে ম্যাচে লাল কার্ড দেখছেন সুয়ারেজছবি: AP

বিশ্বকাপে ল্যাটিন আমেরিকার যে গৌরব, তাতে আর্জেন্টিনা এবং ব্রাজিলের পরে উরুগুয়ের অবস্থান৷ কেননা দেশটি এখন পর্যন্ত মোট দুবার চ্যাম্পিয়ন হয়েছে৷ তবে তা অনেক পুরনো কথা৷ কারণ গত ৪০ বছরে এই প্রথম সেমিফাইনালে খেলছে দেশটি৷ সত্তর দশকে তাদের জাতীয় টিম যে নির্মম ট্রাজিডির শিকার হয়, তার জের দেশটিকে বহন করতে হয়েছে কয়েকটি দশক৷

তবে আবারও উরুগুয়ে ফুটবলের পুনর্জাগরণ দেখছে বিশ্ববাসী সুয়ারেজ ও ফোরলানের বদৌলতে৷ অন্যদিকে, টোটাল ফুটবলের জনক নেদারল্যান্ডসের এখনও বিশ্বকাপ না পাওয়াটা দুর্ভাগ্যের ব্যাপার৷ ইয়োহান ক্রয়েফের দেশ এখন পর্যন্ত দুইবার বিশ্বকাপ ফাইনালে উঠলেও শিরোপার দেখা মেলেনি৷ তবে এবার যেন তারা শিরোপা জয়ের লক্ষ্যেই খেলছে৷ কারণ এখনো পর্যন্ত তাদের খেলা দেখে তাই মনে হচ্ছে৷ এই ম্যাচ সম্পর্কেই প্রশ্ন করেছিলাম বাংলাদেশের ফুটবল দলের সাবেক অধিনায়ক জুয়েল রানাকে৷ তিনি বলেন, আজকের ম্যাচে আমি নেদারল্যান্ডসকে এগিয়ে রাখবো৷ কারণ উরুগুয়ের মূল স্ট্রাইকার সুয়ারেজ লাল কার্ডের কারণে খেলতে পারছে না আজকের ম্যাচে৷ আগের ম্যাচগুলোতে সে বেশ কিছু দারুণ গোল পেয়েছে৷ তার না থাকাটা উরুগুয়ের জন্য যেমন একটা বড় মাইনাস পয়েন্ট, তেমনি নেদারল্যান্ডসের জন্য প্লাস পয়েন্ট৷ আজকের ম্যাচে সুয়ারেজ না থাকায় খেলার ধরণেও কিছুটা পরিবর্তন আনতে পারে উরুগুয়ে এমনটি ভাবছেন জুয়েল রানা৷ এক্ষেত্রে সামনে একজন স্ট্রাইকার রেখে মধ্যমাঠে পাঁচ জন খেলোয়াড় রাখতে পারে উরুগুয়ে৷ সেটা হলে আজ ফোরলানকে আজ আরও উপরে ওঠে খেলতে হবে, বললেন জুয়েল রানা৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: দেবারতি গুহ