1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জামায়াত নিষিদ্ধের আবেদন

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১২ আগস্ট ২০১৩

হাইকোর্ট নিবন্ধন অবৈধ ঘোষণার পর এবার জামায়াতকে নিষিদ্ধ করার আবেদন জানানো হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে৷ রাষ্ট্রপক্ষ গোলাম আযমের ৯০ বছরের কারাদণ্ড বাড়িয়ে সর্বোচ্চ শাস্তির জন্য আপিলে জামায়াতকে নিষিদ্ধেরও আবেদন করেছে৷

https://p.dw.com/p/19O5A
ছবি: DW/Harun Ur Rashid Swapan

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান জানান, গোলাম আযমের সর্বোচ্চ শাস্তি হওয়া যেমন জরুরি, তেমনি একটি সন্ত্রাসী সংগঠন জামায়াতকে নিষিদ্ধ করা হোক৷ এর আগে ট্রাইব্যুনালের একাধিক রায়ে জামায়াতকে যুদ্ধাপরাধী সংগঠন বলা হয়েছে৷ তাই তাঁরা সোমবার একই আপিলে জামায়াতকে নিষিদ্ধ ঘোষণার আবেদন জানিয়েছেন৷

তবে ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির ডয়চে ভেলেকে বলেন, সুপ্রিম কোর্টে এই আবেদন জামায়াতের যুদ্ধাপরাধ নিয়ে৷ মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৪টি রায়ে জামায়াতকে যুদ্ধাপরাধী সংগঠন বলা হয়েছে৷ তাই জামায়াতের বিরুদ্ধে এখন ট্রাইব্যুনালে আলাদাভাবে মামলা করতে হবে৷ তার জানামতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এ নিয়ে কাজ করছে৷ হয়তো মামলাও হবে৷ কিন্তু আপিল বিভাগে জামায়াত নিষিদ্ধের যে আবেদন করা হয়েছে, তাতে কোনো ফল পাওয়া যাবে বলে তিনি মনে করেন না৷

তিনি আরও বলেন, তারা বার বার নির্বাহী আদেশে জামায়াতকে নিষিদ্ধের দাবি জানাচ্ছেন৷ গত কয়েক মাস ধরে জামায়াত যেসব সহিংস তাণ্ডব চালিয়েছে, তাতে সংবিধানের ৩৮ অনুচ্ছেদ এবং সন্ত্রাস বিরোধী আইনে জামায়াতকে নিষিদ্ধ করা যায়৷ তবে তাঁর মতে, সরকার আন্তর্জাতিক চাপে দীর্ঘ আইনি প্রক্রিয়ায় যাচ্ছে৷ সরকার চাচ্ছে আদালতের মাধ্যমে জামায়াতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে৷ আর এতে সরকার কতটা সফল হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেন শাহরিয়ার কবির৷

তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ন্যুরেমবার্গ ট্রায়ালে নাত্‍সিসহ ৪টি সংগঠনকে নিষিদ্ধ করা হয়৷ কিন্তু আদালতের আদেশের পর নাৎসি বাহিনীকে নিষিদ্ধ করা হয় নির্বাহী আদেশে৷ তাঁর মতে, বাংলাদেশেও শেষ পর্যন্ত সরকারের নির্বাহী আদেশের মাধ্যমেই জামায়াতকে নিষিদ্ধ করতে হবে, যদি সরকার চায়৷

তবে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ডয়চে ভেলেকে বলেন, ট্রাইব্যুনালের রায়ে জামায়াতকে শুধু সন্ত্রাসী এবং যুদ্ধাপরাধী সংগঠনই বলা হয়নি, জামায়াতের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বলা হয়েছে৷ আর তার ভিত্তিতে শাস্তি হিসেবে জামায়াত নিষিদ্ধের আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে৷ তাঁর মতে, এই আপিলে অবশ্যই সুফল পাওয়া যাবে৷

এদিকে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ বলে হাইকোর্ট রায় দেয় গত ১লা আগস্ট৷ হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে মঙ্গলবার সকাল ৬টা থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াত৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য