1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সবাই অভিবাসী

১৬ অক্টোবর ২০১৩

প্যারিসের ইমিগ্রেশন হিস্টরি মিউজিয়াম বা অভিবাসনের ইতিহাস সংগ্রহশালায় একটি কমিক বইয়ের প্রদর্শনী সেটাই প্রমাণ করার চেষ্টা করছে৷

https://p.dw.com/p/19zlN
PERSEPOLIS [FR / US 2007] Date: 2007 (Mary Evans Picture Library) Keine Weitergabe an Drittverwerter.
ছবি: picture-alliance/Mary Evans Picture Library

প্রদর্শনীতে ১৯১৩ সাল থেকে আজ পর্যন্ত নানা রকম কমিক বইয়ের নমুনা রাখা আছে৷ প্রপাদ্য হলো: অভিবাসীদের কাহিনি কিভাবে এই কমিক হিরোদের উপর ছাপ ফেলেছে৷ ফরাসি কমিক বইয়ের সিরিজ ‘‘অ্যাস্টেরিক্স''-এর স্রষ্টারা ছিলেন পোলিশ এবং ইটালিয়ান৷ মার্কিন ‘‘সুপারম্যান''-এর দুই স্রষ্টাও পূর্ব ইউরোপ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছিলেন৷

প্রায় ১১৭ জন শিল্পীর ৫০০টি স্কেচ ও নথিপত্র রাখা হয়েছে এই প্রদর্শনীতে৷ এগুলি থেকে বোঝা যায়, যেহেতু কমিক বইও সংস্কৃতির মহলে সীমানায় এক প্রান্তিক অস্তিত্ব যাপন করে, সেহেতু অভিবাসীরা যেন বিশেষভাবে এই ‘আর্ট ফর্মের' প্রতি আকৃষ্ট হন৷ কমিক বইয়ের ‘সাব-কালচারের' সঙ্গে অভিবাসনের সেখানেই নাড়ির সম্পর্ক৷

কমিক চরিত্ররা নিজেরাই তো অনেক সময় বিদেশি-বহিরাগতদের একটা প্রচ্ছন্ন প্রতীক: যেমন ‘গল' উপজাতির মানুষ হলদে-চুলো অ্যাস্টেরিক্স রোমক সাম্রাজ্যে এক বর্বর ছাড়া আর কিছু নয়৷ আজকের ‘এলিয়েন' কাল-এলের নানা আশ্চর্য ক্ষমতা থাকা সত্ত্বেও তাকে পৃথিবীর মানুষদের মধ্যে বাস করতে বাধ্য হচ্ছে৷

অভিবাসনের ইতিহাস সংগ্রহশালার কিউরেটর এলেন বুইলঁ বলেছেন: ‘‘সুপারম্যান তো আসলে সুপার অভিবাসী৷ সে ক্রিপ্টন গ্রহ থেকে এসেছে পৃথিবীতে তার সব সুপার ক্ষমতা নিয়ে৷ কিন্তু নির্বাসনের অনুভূতি এখানেও তাকে ছাড়েনি৷'' এভাবেই বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে কমিক বইয়ের মিডিয়ামটাই যেন ধীরে ধীরে সিরিয়াস হয়ে ওঠে৷ কমিক বুক লেখক ও শিল্পীরা সমাজে সহিষ্ণুতার অভাব সম্পর্কে কিছু অপ্রিয় সত্য তুলে ধরতে শুরু করেন৷

যেমন জন্মসূত্রে ইরানি কার্টুনিস্ট মারজানে সাত্রাপি-র আত্মজীবনীমূলক কমিক বই ‘‘পার্সিপোলিস''-এর কিছু আদত অলঙ্করণ প্রদর্শনীতে রাখা হয়েছে৷ বইটির উপজীব্য ইরানি বিপ্লবের আমলে এক ইরানি কিশোরীর ইউরোপে পলায়নের বিষাদময় অভিজ্ঞতা৷ পরে সেই কমিক বইকে ভিত্তি করে তৈরি একটি কাহিনিচিত্র ২০০৭ সালে কান চলচ্চিত্র উৎসবে জুরিদের পুরস্কার পেয়েছিল৷

সাত্রাপি-র মতো লেখকরাও উপন্যাস না লিখে কমিক বইয়ের দিকে ঝোঁকেন কেন, তার ব্যাখ্যা দিতে গিয়ে বুইলঁ বলেছেন: ‘‘ছবিতে গল্প বলাটা হয়ত বেশি সহজ, কিংবা চরিত্রগুলো ব্যঙ্গচিত্র হওয়ার ফলে লেখকরা এমন অনেক কিছু বলতে পারেন, যা উপন্যাস হিসেবে কিংবা আলোকচিত্রে বলতে গেলে অত্যন্ত বেদনাদায়ক হয়ে উঠবে৷''

সেটাই কি অভিবাসনের অভিজ্ঞতা নয়?

এসি/ডিজি (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য