1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাপানি ক্রীড়াবিদরা সহায়তার হাত বাড়ালেন

১ জানুয়ারি ২০১২

গত বছরের ভয়াবহ ভূমিকম্প এবং সুনামির শিকার মানুষের পাশে দাঁড়িয়েছেন দেশটির তারকা ক্রীড়াবিদরা৷ তবে তাঁরা বলছেন, একবারই শেষ নয়, তাঁদের সহায়তা অব্যাহত থাকবে৷

https://p.dw.com/p/13cbK
Fußball DFB-Pokal 1. Runde: RasenBallsport Leipzig - VfL Wolfsburg am Freitag (29.07.2011) in der Red-Bull-Arena in Leipzig. Leipzigs Sebastian Heidinger (R) und Wolfsburgs Makoto Hasebe kämpfen um den Ball. Foto: Peter Endig dpa/lsn (Achtung! Der DFB untersagt die Verwendung von Sequenzbildern im Internet und in Online-Medien während des Spiels (einschließlich Halbzeit). Achtung Sperrfrist! Der DFB erlaubt die Publikation und Weiterverwertung der Bilder auf mobilfunkfähigen Endgeräten (insbesondere MMS) und über DVB-H und DMB erst 2 Stunden nach Spielende.) +++(c) dpa - Bildfunk+++ pixel
ভোল্ফসবুর্গের হয়ে খেলছেন মাকোতো হাসেবেছবি: picture alliance/dpa

জার্মানির ফুটবল দল ভোল্ফসবুর্গের মধ্য মাঠের তারকা খেলোয়াড় মাকোতো হাসেবে৷ এছাড়া তিনি ২০১১ সালের শুরুতে চতুর্থ এশিয়ান কাপ ফুটবল আসরে জাপানের জাতীয় দলের অধিনায়ক ছিলেন৷ সম্প্রতি বড়দিনের অবসরে তিনি ছুটে গেছেন উপকূলীয় শহর মিনামিসানরিকু’তে৷ তিনি সেখানে গত বছরের সুনামিতে ধ্বংসপ্রাপ্ত শিশুদের একটি বিদ্যালয় পুনর্নির্মাণ করতে সহায়তা করেছেন সাড়ে নয় কোটি ইয়েন, যা প্রায় ১২ লাখ ডলারের সমান৷ ২৭ বছর বয়সি এই তারকা ফুটবলার বললেন, ‘‘আমি এখানে এসেছি এই ভেবে যে, হয়তো আমি তাদের কিছুটা উপকারে আসতে পারবো৷ তবে ফল হয়েছে ভিন্ন৷ কারণ আমিই বরং শিশুদের মুখের হাসি থেকে অনেক বেশি শক্তি ও উৎসাহ পেয়েছি, অর্থাৎ উপকৃত হয়েছি আমি নিজেই৷’’

আরেক জাপানি তারকা গল্ফ আইকন রিও ইশিকাওয়া৷ তিনি বলেন, ‘‘গত এপ্রিলের মাস্টার্স-এ আমি যখন আমার সকল দেশীয় খেলা এবং চারটি আন্তর্জাতিক আসরের পুরস্কারের অর্থ সুনামি পীড়িত মানুষের জন্য উৎসর্গ করার প্রতিজ্ঞা করেছি, তখন থেকে আমার খেলাই পাল্টে গেছে৷ তখন থেকেই আমি খেলার পেছনে একটি দায়িত্ববোধ অনুভব করি৷’’ এখন পর্যন্ত ইশিকাওয়া নিজ দেশের সুনামি পীড়িত মানুষের জন্য সহায়তা করেছেন ১৩ কোটি ৩৫ লাখ ইয়েন৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: রিয়াজুল ইসলাম

A member of a Fairfax County, Va., search and rescue team from the U.S. sits down for a break whilst searching for tsunami survivors in Ofunato, Japan, Tuesday, March 15, 2011. Two search and rescue teams from the U.S. and a team from the U.K. with combined numbers of around 220 personnel, searched damaged areas of the town of Ofunato for trapped survivors Tuesday in the aftermath of the earthquake and tsunami. (AP Photo/Matt Dunham)
জাপানে ভূমিকম্প ও সুনামির পর উদ্ধার কাজে সহায়তা করতে যায় মার্কিন দলছবি: AP
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য