1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মধ্যস্থতা চায় ইরান

২০ সেপ্টেম্বর ২০১৩

ইরানের প্রেসিডেন্ট বলেছেন, সিরিয়া সংকট নিরসনে ভূমিকা রাখতে তাঁর দেশ প্রস্তুত৷ কিন্তু আসাদবিরোধীদের মধ্যেই শুরু হয়েছে দ্বন্দ্ব৷ সবচেয়ে বড় আসাদবিরোধী অংশ জঙ্গি গোষ্ঠী আল-কায়েদা সমর্থিত বিদ্রোহীদের সমালোচনায় মুখর৷

https://p.dw.com/p/19kzv
Syrian refugees pass through the Turkish Cilvegozu gate border, Saturday, Aug. 31, 2013. U.N. chemical weapons experts have left Syria and crossed into neighboring Lebanon. The team on Friday carried out a fourth and final day of inspection as they sought to determine precisely what happened in the Aug. 21 alleged chemical weapons attack near Damascus. The team took samples from victims for examination in laboratories in Europe. (AP Photo/Gregorio Borgia)
ছবি: picture-alliance/AP Photo

সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন (এসএনসি) এক বিবৃতিতে আল-কায়েদা সমর্থিত বিদ্রোহীদের কঠোর সমালোচনা করেছে৷ এর আগে আল-কায়েদা সমর্থিত বিদ্রোহীরা উত্তরাঞ্চলীয় শহর আজাজ দখল করে নেয়৷ শহরটি মূলত এনএসসি সমর্থিত বিদ্রোহীদের দখলে ছিল৷ বিবৃতিতে বলা হয়, আল-কায়েদার মদতে বিদ্রোহীদের একটা অংশ সিরিয়ায় ইসলামি শাসন কায়েম করতে চায়৷ ওই বিদ্রোহীরা ‘সিরিয়া বিপ্লবের মূল নীতির পরিপন্থি কাজ করছে' বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে৷ আসাদ বিরোধীদের মধ্যে ব্যবধান তৈরি করে সংগ্রামকে কঠিন এবং প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে প্রকারান্তরে সহায়তা করছে জানিয়ে এসএনসি আরো বলেছে, ওই বিদ্রোহীদের প্রভাব দ্রুত বেড়ে চলেছে৷

এদিকে সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে যুক্তরাষ্ট্র আপাতত সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্ত স্থগিত রাখলেও উত্তেজনা প্রশমিত হয়নি৷ গত সপ্তাহান্তে স্বাক্ষরিত চুক্তির শর্ত অনুযায়ী, সিরিয়া শিগগিরই রাসায়নিক অস্ত্র নিরোধের কাজ শুরু করবে৷ যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের কাছে প্রেসিডেন্ট আসাদের গৃহীত পদক্ষেপ ইতিবাচক মনে না হলে আবার উত্তেজনা দেখা দিতে পারে৷ তবে আশার কথা হলো, সিরিয়া সংকট নিরসনে ইরানও ভূমিকা রাখতে আগ্রহ প্রকাশ করেছে৷ শুক্রবার ওয়াশিংটন পোস্ট-এ প্রকাশিত এক প্রতিবেদনে ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি বলেছেন, ‘‘এ অঞ্চলের মানুষ যেন নিজেদের ভাগ্য নির্ধারণ করতে পারে সেরকম পরিবেশ সৃষ্টি করতে হবে আমাদের৷ এই উদ্যোগের অংশ হিসেবে আমি জানিয়ে রাখতে চাই যে, আমাদের সরকার সিরিয়া সরকার এবং বিরোধীদের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে প্রস্তুত৷''

গত আগস্টে ইরানের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে রোহানি যুক্তরাষ্ট্রের সঙ্গে তাঁর দেশের দীর্ঘ বৈরিতার অবসানের জন্যও সংলাপ শুরুর আগ্রহ দেখিয়ে আসছেন৷ আগামী মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন তিনি৷ ভাষণে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক এবং সিরিয়া সংকটের বিষয়ও গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে৷

এসিবি / এসবি (ডিপিএ, এপি,এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য