1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় হামলার পরিকল্পনা স্থগিত

১১ সেপ্টেম্বর ২০১৩

উত্তেজনায় পানি ঢেলেছিলেন পুটিন৷ জন কেরির প্রস্তাব লুফে নিয়ে সিরিয়াকে রাসায়নিক অস্ত্র নিরোধে সম্মতি জানাতে বলেছিলেন তিনি৷ সিরিয়া তাতে রাজি৷ মঙ্গলবার ওবামাও জানিয়েছেন, এ অবস্থায় সিরিয়ায় হামলা চালাবেনা যুক্তরাষ্ট্র৷

https://p.dw.com/p/19fov
U.S. President Barack Obama addresses the nation about the situation in Syria from the East Room at the White House in Washington, September 10, 2013. REUTERS/Evan Vucci/POOL (UNITED STATES - Tags: POLITICS CONFLICT)
ছবি: Reuters

হোয়াইট হাউস থেকে দেয়া এক ভাষণে এ কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট৷ ফলে গত ২১শে আগস্ট রাসায়নিক গ্যাস ছুড়ে দামেস্কের বিদ্রোহী অধিকৃত এলাকার ১৪শ মানুষ হত্যার অভিযোগে সিরিয়ার ওপর যে হামলা চালানোর ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র, তা আপাতত স্থগিত৷ ভাষণে বারাক ওবামা বলেছেন, ‘‘বর্তমান প্রয়াস সফল হবে কিনা সেটা নিশ্চিত করে বলার সময় এখনো আসেনি৷ কোনো চুক্তি হলে তারপর আসাদ সরকার অঙ্গীকার অনুযায়ী কাজ করে কিনা, সেটা খতিয়ে দেখতে হবে৷ তবে বিশেষ করে রাশিয়ার কারণে যে শক্তি প্রয়োগ ছাড়াই রাসায়নিক অস্ত্রের হুমকি দূরে রাখার উদ্যোগটা সম্ভব হয়েছে, তা ঠিক৷'' কয়েকদিন আগে ওবামা বলেছিলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনির হাতে রাসায়নিক অস্ত্র থাকলে সেটা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্যও বড় হুমকি৷

epa03851992 Russian President Vladimir Putin (L) and US President Barack Obama (R) exchange smiles as the latter arrives for the first session of G20 summit in St. Petersburg, Russia, 05 September 2013. Top item on the agenda is thecrisis in Syria where both the US and Russia hold widely opposing views. EPA/ANATOLY MALTSEV
ওবামা বলেছেন, পরিস্থিতির অগ্রগতির স্বার্থে তিনি ব্যক্তিগতভাবে রুশ প্রেসিডেন্ট পুটিনের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেনছবি: picture-alliance/dpa

সে হুমকি দূরে রেখে যুদ্ধের আশঙ্কাও দূরে ঠেলার সুযোগটা করে দিয়েছিলেন জন কেরি৷ এক সাংবাদিকের প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, সিরিয়া রাসায়নিক অস্ত্র প্রত্যাহার করলে সে দেশের ওপর হামলা চালানোর পরিকল্পনা থেকে যুক্তরাষ্ট্র সরে আসবে৷ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন সঙ্গে সঙ্গেই সেই প্রস্তাব মেনে নেয়ার অনুরোধ জানান আসাদকে৷ সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম জানিয়েছেন, তাঁর দেশ জাতিসংঘের রাসায়নিক অস্ত্র নিরোধ চুক্তিতে স্বাক্ষর করতে রাজি৷ রাশিয়ার ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থাকে তিনি বলেছেন, ‘‘কোথায় কোথায় রাসায়নিক অস্ত্র আছে তা জানাতে আমরা প্রস্তুত৷ রাসায়নিক অস্ত্র উৎপাদন বন্ধ রাখা এবং তার মজুদ পরিদর্শনে রাশিয়া, অন্যান্য দেশ এবং জাতিসংঘের প্রতিনিধিরা এলে আমরা তাঁদের সহায়তা করবো৷''

সিরিয়ার এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে রাশিয়া৷ ওবামাও বলেছেন, পরিস্থিতির অগ্রগতির স্বার্থে তিনি ব্যক্তিগতভাবে রুশ প্রেসিডেন্ট পুটিনের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন৷ পাশাপাশি সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকের জন্য জন কেরিকে জেনেভায় পাঠাবেন বলেও জানিয়েছেন তিনি৷ দু দেশের পররাষ্ট্রমন্ত্রীর এ বৈঠক হবে বৃহস্পতিবার৷ এদিকে কেরি জানিয়েছেন, বৈঠক সামনে রেখে তিনি ইতিমধ্যে লাভরভের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন৷ সব মিলিয়ে, আপাতত উত্তেজনা অনেকটাই প্রশমিত৷

এসিবি/ এসবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য