1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় নিহত দেড় শতাধিক

২৭ অক্টোবর ২০১২

লাখদার ব্রাহিমির প্রস্তাবিত অস্ত্রবিরতি দৃশ্যত মানা হলেও কার্যত সেখানে রক্তপাত ঘটে চলেছে৷ দামেস্কে গাড়ি বোমা হামলা হয়েছে শনিবার৷ এছাড়া অস্ত্র বিরতি শুরু হওয়া থেকে অন্তত ১৫০ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে৷

https://p.dw.com/p/16YE3
A crowd gathers in front of damaged buildings after a car bomb exploded at Daf al-Shok district, in Damascus October 26, 2012, in this handout photograph released by Syria's national news agency SANA. A powerful car bomb exploded in Damascus on Friday, inflicting many casualties and buffeting a shaky temporary truce in the Syrian conflict on the occasion of a Muslim religious holiday. State television said the "terrorist car bomb" had killed five people and wounded 32, according to "preliminary figures". REUTERS/Sana (SYRIA - Tags: CONFLICT CIVIL UNREST) FOR EDITORIAL USE ONLY. NOT FOR SALE FOR MARKETING OR ADVERTISING CAMPAIGNS. THIS IMAGE HAS BEEN SUPPLIED BY A THIRD PARTY. IT IS DISTRIBUTED, EXACTLY AS RECEIVED BY REUTERS, AS A SERVICE TO CLIENTS
ছবি: Reuters

মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ছুটির চারদিন সিরিয়ায় অস্ত্র বিরতি পালনের প্রস্তাব দিয়েছিলেন লাখদার ব্রাহিমি৷ তাঁর প্রস্তাবে দৃশ্যত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং বিদ্রোহী উভয় পক্ষই সম্মতি দিলেও কার্যত এখনও সিরিয়ায় হামলা ও সহিসংতা অব্যাহত রয়েছে৷ শনিবার রাজধানীর উপকণ্ঠের দুমা এলাকার মানবাধিকার কর্মী মোহাম্মেদ দুমানি বলেন, ‘‘আজ সকাল সাতটা থেকেই সরকারি সেনারা গোলা হামলা শুরু করেছে৷ আমি এক ঘণ্টায় ১৫টি গোলা দাগানোর শব্দ শুনেছি৷ এতে প্রাণ হারিয়েছে অন্তত দুই জন৷ ফলে অস্ত্র বিরতি শুরুর আগের এবং পরের সময়ের মধ্যে কোন পার্থক্য দেখতে পাই না৷''

এছাড়া বার্তা সংস্থা রয়টার্স এর স্থানীয় প্রতিনিধি জানিয়েছেন, তুর্কি ও সিরীয় সীমান্তবর্তী সিরীয় শহর হারামের কাছে উভয় পক্ষের মধ্যে টানা দুই দিন ধরে গোলাগুলির শব্দ শোনা গেছে৷ দির আজ্জুর এবং আলেপ্পো শহরের আবাসিক এলাকাতেও গোলা হামলা হয়েছে৷ আর যুদ্ধ বিমান থেকে এরবিন এবং হারাস্তা এলাকায় বোমা ফেলার কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা৷

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শনিবার দির আজ্জুর এলাকায় একটি গির্জার সামনে এবং লায়লাতি রেস্তোঁরার কাছে গাড়িবোমা হামলা চালানো হয়েছে৷ এতে অন্তত পাঁচ জন নিহত হয়েছে৷ তবে সরকারি সূত্রের দাবি, তাদের ভাষায় ‘সশস্ত্র সন্ত্রাসীদের' হামলায় গির্জার সামনের ফটক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এই হামলা চালানোর মধ্য দিয়ে অস্ত্র বিরতির রীতি লঙ্ঘন করা হয়েছে বলে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে উল্লেখ করা হয়৷ সিরিয়ান অবজারভেটরি'র হিসাবে, শনিবার দারা, আলেপ্পো এবং দির আজ্জুরসহ বিভিন্ন এলাকায় গোলা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে৷

এই পরিস্থিতিতে ফ্রি সিরিয়ান আর্মি'র আলেপ্পো অঞ্চলের প্রধান আব্দেল জাব্বার আল-ওকায়দি বলেছেন, ‘‘আমি বেশ কিছু এলাকা ঘুরে দেখেছি এবং সরকারি সেনারা এখনও বোমা হামলা বন্ধ করেনি৷ আমাদের লক্ষ্য হলো জনগণকে রক্ষা করা৷ আমরা হামলা চালাচ্ছি না৷ কিন্তু এখনও রক্তপাত অব্যাহত থাকার ঘটনা ব্রাহিমির ব্যর্থতা৷ এই উদ্যোগ শুরুর আগেই ভেস্তে গেছে৷''

এএইচ / জেডএইচ (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য