1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিটি নির্বাচন নিয়ে ‘আমারব্লগ’ এর সংলাপ

জাহিদুল হক১০ জুন ২০১৩

আর মাত্র চারদিন পর চার সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ এই নির্বাচন দলীয় না হলেও যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা সবাই বড় দুই দলের নেতা৷ আর সেখানে প্রচারণাও চালাচ্ছেন ঐ দলগুলোর কেন্দ্রীয় নেতারা৷

https://p.dw.com/p/18nAz
ছবি: DW

প্রধান বিরোধী দল বিএনপি আন্দোলনের চেয়ে এখন ব্যস্ত সিটি নির্বাচন নিয়ে৷ দলটির বড় বড় নেতারা দলে ভাগ হয়ে ছড়িয়ে পড়েছেন চার শহরে৷ অর্থাৎ এই সরকারের অধীনে অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি৷ তাহলে জাতীয় নির্বাচনে কেন তত্ত্বাবধায়ক ব্যবস্থা চাইছে বিএনপি সেটা বোধগম্য হচ্ছেনা ‘মেস০০৭' নামে এক ব্লগারের৷ সামহয়্যার ইন ব্লগে তিনি লিখেছেন, বর্তমান সরকারের আমলে উপজেলা, ইউনিয়ন পরিষদ সহ অন্যান্য সিটি নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি৷ সেগুলোতে তাদের প্রার্থীরা জয়লাভও করেছে৷ এতে নির্বাচন কমিশন যে স্বাধীন, সেটা প্রমাণিত হয় বলে মনে করেন তিনি৷ তাঁর প্রশ্ন ‘‘বিগত সকল নির্বাচনে যদি বিএনপি অংশগ্রহণ করতে পারে তাহলে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে তাদের বাধা কোথায়? এখানে কেন আবার তত্ত্বাবধায়কের প্রয়োজন হলো?''

এদিকে আমারব্লগ কর্তৃপক্ষ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী তিনজনকে নিয়ে সোমবার একটি নাগরিক সংলাপ অনুষ্ঠানে সহযোগিতা করছে৷ শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির উদ্যোগে জেলার শিল্পকলা একাডেমিতে আয়োজিত এই সংলাপে শহরের বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন৷ অনুষ্ঠানে মেয়র প্রার্থীরা উপস্থিত দর্শকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেবেন৷

সংলাপে উপস্থিত থাকবেন তিন মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান, আরিফুল হক চৌধুরী এবং সালাউদ্দিন রিমন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য