1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিটি ও ইউনাইটেড এর শিরোপা জয়ে আনন্দে ভাসছে ম্যানচেস্টার

১৫ মে ২০১১

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড আর এফএ কাপে ম্যানচেস্টার সিটি৷ মাত্র দুই ঘণ্টার ব্যবধানে ইংলিশ ফুটবলের এই দুই শিরোপা ঘরে তুলে শনিবার আনন্দে উদ্বেলিত উত্তর-পশ্চিমাঞ্চলের এই নগরী৷

https://p.dw.com/p/11GCb
Manchester United's Wayne Rooney, second left, is congratulated by teammates after scoring a goal against AC Milan's during their Champions League first knockout round second leg soccer match at Old Trafford Stadium, Manchester, England, Wednesday March 10, 2010. (AP Photo/Antonio Calanni)
ইউনাইটেডের পক্ষে গোল করেন রুনিছবি: AP

তবে শনিবার যে আনন্দের বন্যা বইতে শুরু করেছে ম্যানচেস্টার শহর জুড়ে, তা চলবে পুরো মে মাস৷ কারণ ৩৫ বছরের মধ্যে প্রথম এফএ শিরোপা জয়ের আনন্দ পরিপূর্ণতায় রূপ দিতে ২৩ মে শহর জুড়ে শোভাযাত্রা করবে সিটি৷ আর এর এক সপ্তাহ পর ৩০ মে উৎসবে মেতে উঠবে ইউনাইটেড এর বিজয় শোভাযাত্রার মধ্য দিয়ে৷

এউড পার্কের মাঠে ব্ল্যাকবার্ন রোভার্সের সাথে ১-১ গোলে ড্র করল ম্যানচেস্টার ইউনাইটেড৷ অস্ট্রেলীয় তারকা ব্রেট এমার্টনের গোলে ২০ মিনিটেই এগিয়ে যায় রোভার্স৷ কিন্তু ৭৩ মিনিটে ওয়েন রুনির পেনাল্টি শট থেকে আসা গোলই ১৯ বারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা এনে দিল ইউনাইটেডকে৷ ফলে লিভারপুলের ১৮ বার শিরোপা জয়ের রেকর্ড ভেঙে দিল ইউনাইটেড৷ গত ২১ বছর ধরে এই রেকর্ড নিয়ে গর্বিত ছিল লিভারপুল৷ তাই এমন জয়ের পর ফুটবলার ও ভক্তদের সাথে সাথে সমানভাবে উচ্ছ্বসিত ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসন এবং রায়ান গিগসও৷ ফার্গুসন এবং গিগস এর পরিচালনায় দলের এটি ১২তম শিরোপা জয়৷

এদিকে, ১৯৭৬ সালে ওয়েম্বলের মাঠে লিগ কাপ ফাইনালে শিরোপা জিতেছিল ম্যানচেস্টার সিটি৷ এরপর দীর্ঘ সময় ধরে আর শিরোপা ছুঁতে পারেনি তারা৷ আর শনিবারও সেই ওয়েম্বলের মাঠেই ১-০ গোলে স্টোককে হারিয়ে এফএ কাপের শিরোপা জয়৷ স্টোকের সাথে হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে ৭৪ মিনিটে গিয়ে একমাত্র গোলের দেখা মেলে৷ বিজয়সূচক এই গোল করে তাই এখন সিটির নায়ক আইভরি কোস্টের আন্তর্জাতিক তারকা ইয়াইয়া টোরে৷

বিজয়ের খরা কাটিয়ে আবারও জয়ের স্বপ্ন দেখতে শুরু করল সিটি৷ এছাড়া চলতি সপ্তাহেই টটেনহ্যামকে হারিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগেও জায়গা করে নিয়েছে সিটি৷ তাই সিটি ম্যানেজার রবার্টো মানসিনির উল্লাস, ‘‘আমাদের আরো ভালো করতে হবে, তবে আমরা অত্যন্ত খুশি৷ ম্যানচেস্টার সিটির একটি ঐতিহাসিক মুহূর্ত রচনা করেছি আমরা৷ আমরা এখান থেকেই শুরু করতে চাই৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: জাহিদুল হক