1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাগরের তলদেশে ‘একবিংশ শতাব্দীর স্বর্ণ’

৪ জুলাই ২০১১

‘রেয়ার আর্থ মেটেরিয়াল’ বা বিরল পদার্থ৷ বৈদ্যুতিক গাড়ি, ফ্ল্যাট-স্ক্রিন টিভি, আইপড, লেজার, মিসাইল, বায়ু টারবাইন সহ বিভিন্ন অত্যাধুনিক পণ্য তৈরিতে ব্যবহৃত হয় এই পদার্থ৷

https://p.dw.com/p/11oLL
রেয়ার আর্থ অক্সাইড

চীন এই পদার্থ উৎপাদনে একচেটিয়া প্রাধান্য বিস্তার করে রয়েছে৷ বিশ্বের শতকরা প্রায় ৯৭ ভাগ রেয়ার আর্থ মেটেরিয়াল উৎপন্ন হয় চীনে৷ কারণ অন্য অনেক দেশে এই পদার্থ পাওয়া গেলেও বৈজ্ঞানিক কারণে সেগুলো উৎপাদনযোগ্য নয়৷ এজন্য এই পদার্থগুলোকে অনেকে ‘একবিংশ শতাব্দীর স্বর্ণ’ বলে থাকেন৷

তবে প্রশান্ত মহাসাগরের গভীর তলদেশে এই পদার্থের বিশাল ভান্ডারের সন্ধান পেয়েছেন জাপানের বিজ্ঞানীরা৷ এবং এই পদার্থ ব্যবহারযোগ্য বলে জানিয়েছেন তারা৷

বিজ্ঞানীরা বলছেন সাগরের তলদেশে কাদার মধ্যে এই পদার্থগুলো রয়েছে৷ এসিড দিয়ে এই কাদা সহজেই সরিয়ে একে ব্যবহারযোগ্য করা যাবে৷ এতে পরিবেশেরও খুব একটা ক্ষতি হবেনা৷

তবে সাগরের যে গভীরতার কথা বলা হয়েছে সেখান থেকে কাদা পরিষ্কার করে রেয়ার মেটেরিয়াল তুলে আনার মতো প্রযুক্তি রয়েছে কী না সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকে৷ আবার প্রযুক্তি থাকলেও সেগুলো তুলে আনাটা বাণিজ্যিকভাবে কতটা লাভজনক হবে সেটা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন কেউ কেউ৷

‘নেচার জিওসায়েন্স' নামক পত্রিকায় এ সংক্রান্ত গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম