1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাঈদীর ফাঁসির রায়

২৮ ফেব্রুয়ারি ২০১৩

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল৷ হত্যা, লুণ্ঠন ও নির্যাতনের মতো অভিযোগ প্রমাণিত হওয়ায় জামায়াতে ইসলামীর এ নেতার বিরুদ্ধে এ রায় দেয়া হয়৷

https://p.dw.com/p/17nUm
ছবি: Stringer/AFP/Getty Images

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীর বৃহস্পতিবার জামায়াতের নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর উপস্থিতিতে যুদ্ধাপরাধের এ মামলার রায় ঘোষণা করেন৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে এ খবর৷ একাত্তরে পিরোজপুরের মানুষের কাছে ‘দেইল্লা রাজাকার' নামে পরিচিতি পাওয়া সাঈদীর বিরুদ্ধে ২০টি অভিযোগে বিচার শুরু হয়েছিল ট্রাইব্যুনালে৷ অভিযোগগুলোর মধ্যে আটটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায়ে জানানো হয়৷ দেলাওয়ার হোসাইন সাঈদীর আইনজীবীরা জানিয়েছেন রায়ের বিরুদ্ধে আপিল করা হবে৷

২০১০ সালে বিচার প্রক্রিয়া শুরুর পর থেকে এ নিয়ে তিনটি মামলার রায় ঘোষণা করা হলো৷ গত ২১শে জানুয়ারি জামায়াতে ইসলামীর সাবেক রুকন আবুল কালাম আযাদকে আদেশ দেয় ট্রাইব্যুনাল-২৷ ৫ই ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় একই ট্রাইব্যুনালে৷ কিন্তু একাত্তরে ব্যাপক হত্যা, লুটপাট ও ধর্ষণে অংশ নেয়া এই জামায়াত নেতার জন্য এ শাস্তি খুব হালকা মনে হওয়ায় ক্ষোভে ফেটে পড়ে বাংলাদেশের তরুণ প্রজন্ম৷ শাহবাগে অবস্থান নিয়ে কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ ফাঁসি দাবি করতে থাকেন তাঁরা৷ শাহবাগের ‘প্রজন্ম চত্বর' এখনো সেই দাবিতে সোচ্চার৷

এদিকে বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী৷ ট্রাইব্যুনাল ভেঙে দিয়ে শীর্ষ নেতাদের মুক্তি দেয়ার দাবিতে প্রায় তিন মাস ধরে বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছে বাংলাদেশের স্বাধীনতায় সরাসরি বিরোধিতা করা দলটি৷ কর্মসূচি পালনের সময় দলীয় কর্মী-সমর্থকরা সহিংস কার্যকলাপেও অংশ নিয়েছে৷ ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লার রায়ের দিন সারা দেশে হরতাল পালন করে জামায়াতে ইসলামী৷ দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রায় ঘোষণার আগেও একই কর্মসূচি ঘোষণা করা হয়৷ তবে সংবাদ মাধ্যমগুলোর দেয়া খবর অনুযায়ী বৃহস্পতিবার রায় ঘোষণা পর্যন্ত জামায়াত নেতা-কর্মীদের তেমন কোনো কর্মকাণ্ড দেখা যায়নি৷

এসিবি/ এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য