1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাইবার অপরাধীদের হাতিয়ার ‘আপনার জন্মদিন’

৭ অক্টোবর ২০০৯

আজ জন্মদিন৷ ফেসবুকের কল্যাণে তা ইতিমধ্যে জেনে গেছে আপনার বন্ধুরা, ইন্টারনেটে কাছের মানুষরা৷ শুভেচ্ছা বার্তায় ভর্তি আপনার ভার্চুয়াল দেয়াল৷ আনন্দে আত্মহারা আপনি৷ নিরাপত্তা বিশেষজ্ঞরা কিন্তু মোটেই শরিক নয় আপনার আনন্দে৷

https://p.dw.com/p/K0bz
উদ্দেশ্য খারাপ থাকলে যেকোন ক্ষতিই করা সম্ভব শুধু পাসওয়ার্ড দিয়ে (ফাইল ফটো)ছবি: Bilderbox

ইন্টারনেট নিরাপত্তা বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এভাবে ফেসবুকের মাধ্যমে আপনার জন্ম তারিখটি চলে যেতে পারে সাইবার অপরাধীদের কাছে৷ আর তাদের কাছে কোন ব্যক্তির সঠিক জন্ম তারিখ পাওয়া মানে স্বর্গ হাতে পাওয়া৷ কেননা বিশ্বের অধিকাংশ ইন্টারনেট ব্যবহারকারীই পাসওয়ার্ড নামক সুরক্ষা ব্যবস্থায় জন্মদিন ব্যবহার করতে ভালোবাসেন৷ আর জানেনইতো, বর্তমানে পাসওয়ার্ড জানা থাকলে শুধু যেকারো ই-মেইল নয়, ব্যাংক পর্যন্ত ঘেঁটে ফেলা যায় অনায়াসে৷ আর উদ্দেশ্য খারাপ থাকলে যেকোন ক্ষতিই করা সম্ভব শুধু পাসওয়ার্ড দিয়ে৷

পাসওয়ার্ডে জন্মদিন দেননি ভেবে হাঁফ ছাড়তে পারেন অনেকে৷ তাদের জন্য বলছি, পাসওয়ার্ড ভুলে গেলে তা উদ্ধারে নিরাপত্তা প্রশ্নের ব্যবস্থা আছে অনেক ওয়েবসাইটে৷ সেটা প্রযোজ্য হতে পারে আপনার ই-মেইল কিংবা ব্যাংক একাউন্টের পাসওয়ার্ড উদ্ধারের ক্ষেত্রেও৷ আর সেই নিরাপত্তা জিজ্ঞাসার মধ্যে অন্যতম প্রশ্ন ‘‘আপনার জন্মদিন কবে?''

এবার বলুন, আপনার জন্মদিন জানা থাকলে সাইবার অপরাধীরা কি পারবে না আপনার অ্যাকাউন্টের নতুন একটা পাসওয়ার্ড যোগাড় করতে? উত্তর সহজ, তাও জটিল করে বললে অসম্ভব নয়৷

শুধু তাই নয়, মাঝে মাঝেই দেখা যায় আপনার কোন বন্ধু অস্বাভাবিক কোন লিংক পাঠাচ্ছে ফেসবুক বা টুইটারে৷ কিংবা কখনো কখনো মেসেঞ্জারে৷ সেক্ষেত্রে ধরে নিন আপনার বন্ধুর ইন্টারনেট জগতের নিয়ন্ত্রক এখন হ্যাকাররা৷ আর তাই সন্দেহভাজন এসব লিংক এড়িয়ে চলার চেষ্টা করুন৷ কারণ এসব লিংকে ক্লিক করলে অজান্তেই আপনার অনেক তথ্য চলে যেতে পারে সাইবার অপরাধী বা হ্যাকারদের কাছে৷ সুতরাং সাধু সাবধান!

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক