1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাইক্লোন আইলায় মানবিক বিপর্যয়

৪ জুন ২০০৯

সাইক্লোন আইলা দুর্গত এলাকায় দেখা দিয়েছে মানবিক বিপর্যয়৷ ত্রাণ সামগ্রীর সংকট৷ আর ত্রাণ বিতরণেও রয়েছে অনিয়মের অভিযোগ৷

https://p.dw.com/p/I3S5
ছবি: AP

গত ২৫শে মে দেশের ১১টি উপকুলীয় জেলায় আঘাত হানে ঘূর্ণিঝড় আইলা৷ ঘূর্ণিঝড়ের পূর্বাভাষের দুর্বলতার কারণে এর ভয়াবহতা কি হবে তা আগে কেউই বুঝতে পারেননি৷ কিন্তু প্রবল জলোচ্ছ্বাসে প্রায় দু'শ মানুষ মারা গেছেন৷ ভেসে গেছে ঘরবাড়ি , গবাদি পশু, ফসল আর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ৷ প্রায় দেড় হাজার কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে৷ আর গত ১০ দিনেও ত্রাণ তৎপরতা গতি না পাওয়ায় দেখা দিয়েছে মানবিক বিপর্যয়৷ ত্রাণ বিতরণে সমন্বয়ের অভাবে অনেকেই সাহায্য পাচ্ছেননা৷

বরগুনা, বাগেরহাট , সাতক্ষীরা, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর সহ দুর্গত জেলাগুলোতে মানুষ ত্রাণ বিতরণে অনিয়মেরও অভিযোগ করেছেন৷

খাদ্য, ওষুধ ও পানীয় জলের সংকটে নানা রোগ ব্যাধি ছড়িয়ে পড়ছে৷ বিশেষ করে অখাদ্য-কুখাদ্য খেয়ে আইলা দুর্গতরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন৷

মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই আইলা দুর্গতদের সহায়তা করার ঘোষণা দিয়েছে৷ আর বুধবার ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রেনেটা লক ডেসেলিয়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন৷

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী দাবি করেছেন পর্যাপ্ত ত্রাণ সামগ্রী রয়েছে৷ আর দুর্গত এলাকা পরিদর্শন করে স্বাস্থ্য মন্ত্রী ডা. রুহুল হক ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ স্বীকার করেছেন৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা, সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক