1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সহিংস হরতাল

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২০ ডিসেম্বর ২০১২

গাড়ি ভাঙচুর, তাতে আগুন দেয়ায় পিছিয়ে থাকে না সমমনা ১২টি ইসলামি দলের সমর্থকরা৷ তারা লিপ্ত হয় পুলিশের সঙ্গে সংঘর্ষে৷ পুলিশও নেয় পাল্টা ব্যবস্থা৷ তবে পুলিশের দাবি, ১২টি ইসলামি দলের হরতালের নেপথ্যে আছে জামায়াতে ইসলামী৷

https://p.dw.com/p/1763e
ছবি: Reuters

জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে বাম দলগুলোর মঙ্গলবারের শান্তিপূর্ণ ও অহিংস হরতালের প্রতিবাদে ১২টি ইসলামি দল বৃহস্পতিবার এই সহিংস হরতাল পালন করল৷ ঢাকায় আধাবেলা এবং ঢাকার বাইরে সারা দেশে সকাল-সন্ধ্যা এই হরতাল ছিল ভাঙচুরের৷

হরতাল সমর্থকরা ভোর থেকই রাজধানীর বিভিন্ন এলকায় মিছিল বের করে গাড়ি ভাঙচুর এবং গাড়িতে আগুন দেয়া শুরু করে৷ মিরপুর সায়েদাবাদ, গাবতলী, মতিঝিল, পল্টন ও পুরনো ঢাকাসহ বেশ কয়েকটি এলাকায় তারা গাড়ি ভাঙচুর করে এবং গাড়িতে আগুন দেয়৷ পুলিশ ও পাল্টা ব্যবস্থা হিসেবে টিয়ার গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে৷

মিরপুর ১০ নম্বর এলাকায় পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষ হয়েছে৷ পুলিশ এই এলাকা থেকে বেশ কয়েকজনকে আটক করে৷ নেতারা দাবি করেন যে, পুলিশ তাঁদের ওপর হামলা চালায় এবং নেতা-কর্মীদের গ্রেপ্তার করে নিয়ে যায়৷

Bangladesch - Landesweiter Streik
হরতাল মানেই জ্বালাও পোড়াও!ছবি: Reuters

এদিকে, কামরাঙ্গির চর এলাকায় হাফেজ্জি হুজুরের সমর্থকরা মিছিল বের করতে চাইলে তাঁদের মাদ্রাসার ভেতরেই আটক করে রাখে পুলিশ৷

পুলিশ কর্মকর্তারা জানান, তাঁদের ব্যাপক তৎপরতার কারণে হরতাল সমর্থকরা কোনো কোনো জায়গায় বাইরে বেরই হয়নি৷

সহিংসতা হলেও হরতালে তেমন সাড়া মেলেনি৷ ঢাকার রাস্তায় স্বাভাবিকের চেয়ে কম হলেও যান্ত্রিক এবং অযান্ত্রিক যানবাহন চলাচল করেছে৷

উপ-পুলিশ কমিশনার মেহেদী হাসান দাবি করেছেন, এই হরতালের নেপথ্যে রয়েছে জামায়াতে ইসলামী৷ তাই লোকজন আতঙ্কে বাইরে কম বের হয়েছে৷ তা নাহলে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক থাকত৷

ঢাকার বাইরেও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ এবং গাড়ি ভাঙচুর ও গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে৷ ওদিকে, ১২টি ইসলামি দল এই হরতাল ডাকলেও আটটি দল বিবৃতি দিয়ে জানিয়েছে যে তারা এই হরতালের সঙ্গে নেই৷ অবশ্য জামায়াত ঠিকই তার সমর্থন অব্যাহত রাখে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য