1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সশস্ত্র সংঘর্ষের সবচে বড় শিকার শিশুরা

রিয়াজুল ইসলাম১৯ সেপ্টেম্বর ২০০৮

পাকিস্তানে মুসলিম জঙ্গী ও সেদেশের সরকারের মধ্যে সশস্ত্র সংঘর্ষের সবচে বড় শিকার হচ্ছে সেখানকার শিশুরা৷ জাতিসংঘের স্বাস্থ্যকর্মীদের মতে অস্থির পরিবেশের কারণে পোলিওর মত রোগ আবারও বিস্তার লাভের সুযোগ পাচ্ছে দেশটিতে৷

https://p.dw.com/p/FLbf
কি অপরাধ এই শিশুটির?ছবি: AP

ইসলামি জঙ্গীদের বিরুদ্ধে পাকিস্তান সেনাদের যুদ্ধের প্রভাব এখন পড়েছে দেশটির স্বাস্থ্য খাতেও৷ বিশ্বের বেশীরভাগ দেশ যেখানে পোলিওর মত সংক্রামক রোগ নির্মূল করতে সক্ষম হয়েছে সেখানে পাকিস্তানে তা বেড়ে চলেছে৷ দেশটিতে কর্মরত স্বাস্থ্য কর্মীদের তথ্য মতে এ বছর পাকিস্তানে পোলিও রোগে আক্রান্ত হওয়ার ৫৫টি ঘটনা তারা জানতে পেরেছে৷ গত বছর এ সংখ্যা ছিলো ৩২ টি আর ২০০৬ সালে ছিলো ৩৯ টি৷

Afghanische Flüchtlinge in Pakistan
পাকিস্তান বা আফগানিস্তানে এটা নিয়মিত দৃশ্যছবি: AP

অর্থাত্ পোলিও রোগের আক্রমন বিগত বছরগুলোতে কমে আসলেও গত প্রায় এক বছরে তা উল্টোপথে এগিয়েছে৷ বিশেষ করে পাকিস্তানের উত্তর পশ্চিম এলাকাগুলোতে জঙ্গীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ চলায় সেখানকার শিশুরা পোলিও টিকা থেকে বঞ্চিত হচ্ছে৷ ইউনিসেফের কর্মকর্তা মেলিসা কোরকাম বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, পাকিস্তানের সোয়াত উপত্যকা ও উপজাতি শাসিত এলাকার কিছু জায়গায় আমরা যেতে পারছি না ও সেখানকার শিশুদের টিকাও দিতে পারছি না৷ এছাড়া যারা সেসব এলাকাতে গিয়ে কাজ করছেন তারাও ভীষণ ঝুঁকির মধ্যে রয়েছেন৷

উল্লেখ্য, টিকা খাওয়ানোর মাধ্যমে পোলিওর মত রোগ নির্মূল করা সম্ভব৷

তবে কেবল যুদ্ধ নয় উপজাতি এলাকার রক্ষণশীল মানসিকতাও পোলিও নির্মূলে অন্যতম বাঁধা হিসেবে কাজ করছে৷ আফগান সীমান্তবর্তী অনেক মুসলিম উপজাতির ধর্মীয় নেতৃবৃন্দ টিকা খাওয়ানোর বিরোধী৷ তাঁরা মনে করেন এসব টিকা খাইয়ে আসলে পশ্চিমারা তাদের লোকদেরকে সন্তান জন্মদানে অক্ষম করে তুলতে চাচ্ছে৷ এছাড়া নিরাপত্তার বিষয়টিও অনেক সময় স্বাস্থ্যকর্মীদের কাজের ক্ষেত্রে হুমকি হয়ে দাঁড়ায়৷ যেমনটি ঘটেছিলো গত বছর৷ আফগান সীমান্তের বাজাউর এলাকায় রাস্তার পাশের বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন একজন চিকিত্সক ও স্বাস্থকর্মী৷ এ ঘটনার পর সেখানকার পুরো টিকাদান কর্মসূচী বাদ দেয়া হয়৷ এমনকি শান্তি প্রক্রিয়া চলাকালেও এসব স্বাস্থ্য কর্মীরা হামলার শিকার হন৷ মুসলিম জঙ্গীরা অনেক সময়ই তাদেরকে অপহরণের চেষ্টা চালায়৷ এসব কর্মকান্ডের ফলে জঙ্গীদের তেমন কোন লাভ হচ্ছে না আসল ক্ষতির শিকার হচ্ছে তাদের কোমলমতি শিশুরা৷