1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমকামীদের পাশে জার্মানি

২০ জুলাই ২০১৩

জার্মানির কোনো ফুটবলার এখনো নিজেকে সমকামী বলে পরিচয় দেয়নি৷ তার মানে এই নয় যে সেরকম কোনো ফুটবলার জার্মানিতে নেই৷ সম্ভাব্য নেতিবাচক প্রতিক্রিয়ার আশঙ্কায় তাঁরা পরিচয় গোপন রাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন৷

https://p.dw.com/p/19Aq1
ছবি: Reuters

এবার জার্মানির ফুটবল ফেডারেশন ডিএফবি সমকামীদের সহায়তায় এগিয়ে এসেছে৷ তারা সমকামীদের নিজের পরিচয় প্রকাশ করতে সাহস দিচ্ছেন৷ বুন্ডেসলিগার কোনো খেলোয়াড় নিজেকে সমকামী হিসেবে ঘোষণা দেয়ার পর তাঁর ক্লাব ও তিনি নিজে গণমাধ্যম ও সমর্থকদের দিক থেকে যে ধরনের প্রতিক্রিয়ার মুখোমুখি হতে পারেন তা কীভাবে সামাল দেয়া যেতে পারে সে ব্যাপারে ক্লাবগুলোকে পরামর্শ দেয়ার পরিকল্পনা করছে ডিএফবি৷

এর আগে গত সেপ্টেম্বরে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলও এক বক্তৃতায় সমকামী খেলোয়াড়দের সাহসের সঙ্গে তাদের লিঙ্গ প্রকাশ করার আহ্বান জানিয়েছিলেন৷

তবে ব্যাপারটা কি এতটা সহজ? সম্প্রতি বুন্ডেসলিগার এক সমকামী ফুটবলার নাম প্রকাশ না করার শর্তে জার্মান ম্যাগাজিন ‘ফ্লুটার'-কে বলেছেন, ‘‘নিজের পরিচয় প্রকাশের যে মূল্য দিতে হবে সেটা অনেক৷ তাই আমাকে প্রতিদিন অভিনয় করে যেতে হবে এবং মিথ্যা বলতে হবে৷''

জার্মানির জাতীয় দলের অধিনায়ক ফিলিপ লাম-ও মনে করেন, কোনো সমকামী ফুটবলারের পক্ষে পরিচয় প্রকাশ করাটা কঠিনই হবে৷

এদিকে বুন্ডেসলিগার দ্বিতীয় বিভাগের ক্লাব সাংক্ট পাউলি জানিয়েছে যে তারা তাদের ক্লাবে স্থায়ীভাবে সমকামীদের সমর্থনে ‘রংধনু পতাকা' উত্তোলন করবে৷ ক্লাব কর্তৃপক্ষের আশা প্রথম বিভাগের ক্লাবগুলো এ থেকে উৎসাহিত হবে৷

জেডএইচ/এসবি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য