1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমকামিতা আইনি বৈধতা পেল ভারতে

২ জুলাই ২০০৯

সমকামিতা আইনসিদ্ধ বলে বৃহস্পতিবার এক ঐতিহাসিক রায় দিয়েছেন দিল্লি হাইকোর্ট৷ এতদিন ভারতীয় দন্ডবিধির ৩৭৭ নং ধারা অনুসারে সমকামী সম্পর্ক ছিল শাস্তিযোগ্য অপরাধ৷ এই রায়ে সমাজের বিভিন্ন স্তরের প্রতিক্রিয়া মিশ্র৷

https://p.dw.com/p/Ifp5
ছবি: AP

দিল্লি হাইকোর্টের রায়ে বলা হয়েছে যে, দুজন প্রাপ্তবয়স্ক যদি স্ব-ইচ্ছায় তাদের যৌন জীবন যাপন করেন, তাহলে সেটাকে শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা যায়না৷ করলে সেটা হবে বৈষম্যমূলক এবং মৌলিক মানবিক অধিকার লংঘন৷

সমকামিতার অধিকার চেয়ে নাজ ফাউন্ডেশন এবং অন্যান্য এনজিওগুলি আদালতে দীর্ঘ আট বছর আইনি লড়াই চালায়৷ এই রায়ে স্বভাবতই তারা খুশি৷ এটা ঐতিহাসিক৷ বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে সমকামিদের মৌলিক মানবিক অধিকার এতদিন পর স্বীকৃত হল৷ রায় ঘোষণার সময় আদালতের ভিতরে ও বাইরে দেশ বিদেশের সমকামি সংগঠনের সমর্থকদের ভীড়৷

Indien Delhi Oberste Gerichtshof Urteil Homosexuelle
ভারতে সমকামিদের মৌলিক মানবিক অধিকার এতদিন পর স্বীকৃত হলছবি: AP

অন্যদিকে, হিন্দু, মুসলিম ও খ্রিস্টান ধর্মীয় নেতারা এর বিরোধিতা করেছেন৷ আর্য সমাজ বলেছে, এটা মেনে নেওয়া যায়না৷ মুসলিম নেতারা বলেছেন, ইসলাম ধর্মে সমকামিতা নিষিদ্ধ৷এটা পশ্চিমী সংস্কৃতির কুফল৷ ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে ধরবে ভাঙ্গন৷ রাজনৈতিক প্রতিক্রিয়া মিশ্র৷ কংগ্রেস এ বিষয়ে নীরব৷কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চিদাম্বরম বলেছেন, এই ইস্যু নিয়ে নতুন করে ভাবতে হবে৷ স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদ মনে করেন, বিষটি সংবেদনশীল৷ এর ভাল মন্দ দুদিকই আছে৷সবপক্ষের মত নেওয়া উচিত৷ সাধারণ মানুষ ডয়চে ভেলেকে জানিয়েছে, ভারতীয় সমাজে সমকামিতাকে বৈধতা দেওয়া কতটা সমর্থনযোগ্য তা যথেষ্ট তর্কসাপেক্ষ৷

প্রতিবেদক: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক