1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সব ফোনের জন্য এক চার্জার

৩০ জুন ২০০৯

ইউরোপের বাজারে আসছে নির্দিষ্ট ডিজাইনের মোবাইল ফোন চার্জার, যার সাহায্যে যেকোন কোম্পানির মোবাইল সেট চার্জ করা সম্ভব৷ ব্যবহারকারীরা এর সুফল ভোগ করতে শুরু করবে ২০১০ সাল থেকেই৷

https://p.dw.com/p/Ie20
ছবি: AP

ইউরোপীয় কমিশন বলছে, কোম্পানিগুলোর মধ্যে সোমবার এবিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে৷

এনা গেল্ তিন দিন বাসার বাইরে৷ সঙ্গে মোবাইল ফোন থাকলেও তা বন্ধ ৷ কারণ চার্জ নেই৷ আর তাড়াহুড়ো করে বাসা থেকে বের হবার সময় চার্জার নিতেও ভুলে গেছে সে৷ হাতের কাছে বন্ধু বান্ধব সবার মোবাইল থাকলেও তাদের চার্জার সে ব্যবহার করতে পারছেনা৷ কারণ তাদের কাছে ভিন্ন ভিন্ন মডেল এবং কোম্পানির চার্জার৷ এ সমস্যা তার একার নয়৷ আরো অনেকের৷ আর তাই সমস্যা সমাধানের জন্য ইউরোপের মোবাইল ফোন কোম্পানিগুলো এগিয়ে এসেছে৷

Frau mit Handy in London
ছবি: AP

বিশ্বে বহুল ব্যবহৃত কোম্পানি গুলোর মধ্যে নোকিয়া, মোটরলা, স্যামসুং, সনি এরিকসন বা এ্যাপেল সবাই রয়েছে চুক্তির নামের তালিকায়৷ কোম্পানিগুলো বলছে, মোবাইল ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া বর্তমান পৃথিবীতে কঠিন৷ বলা চলে মোবাইল হচ্ছে নিজের ছাঁয়া৷ সব সময় সাথে সাথে চলে৷ কেউ কেউ আবার বিভিন্ন কোম্পানির নানা লোভনীয় অফারস গ্রহণ করে কম দামে কয়েকটি ফোন ব্যবহার করেন৷ কিন্তু সমস্যা হয় একটিই ৷ তা হচ্ছে এক ফোনের চার্জার অন্য ফোনে ব্যবহার করা যায় না৷ তাই অনেকেই অসুবিধায় পড়েন৷ আর এই সমস্যার সমাধানের জন্য এই ধরণের চুক্তি৷

ইউরোপীয় ইউনিয়নের শিল্প বিষয়ক কমিশনার গুন্টার ফ্যারহয়গেন বলছেন, এধরণে চার্জার শুধু নতুন তৈরি হওয়া মোবাইল ফোনগুলোতে থাকবেনা৷পুরোন সব মোবইল ফোন, ল্যাপটপ এবং ক্যামেরাতেও যেনো একই ধরণের চার্জার ব্যবাহার করা যায় তারই পরিক্ল্পনা রয়েছে তাদের৷

এদিকে মোবাইল ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো মাইক্রো ইউএসবি প্লাগ ব্যবহার করবে নতুন ফোন তৈরির জন্য ৷এই ধরণের চার্জার একদিকে যেমন ক্রেতাদের বাড়তি ঝামেলার হাত থেকে বাচাঁবে তেমনি পাশাপাশি নির্মাতারা চার্জার তৈরির ক্ষেত্রে বিশাল অংকের টাকা বাচাঁতে পারবে৷ মোবাইল ফোন কোম্পানিগুলো বলছে, তারা এই ধরণের অভিন্ন চার্জার তৈরি করতে পারলে উতপাদিত চার্জারের সংখ্যা অর্ধেকে নেমে আসবে৷

বর্তমানে ইউরোপকে বিশ্বের সর্বাধিক মোবাইল ফোন ব্যবহারকারী দেশ হিসাবে ধরা হয়, যার সংখ্যা ৩৫০ থেকে ৪০০ মিলিয়ন৷ কোম্পানিগুলো হিসাব মতে, প্রতি বছর মোবাইল বিক্রি হয় ১৮৫ মিলিয়ন৷

প্রতিবেদক: ঝুমুর বারী, সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক