1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সবুজ দলের প্রস্থানে বিপাকে জোট সরকার

২৪ জানুয়ারি ২০১১

সবুজ দলের প্রস্থানে জটিল রাজনৈতিক সংকটে পড়েছে আয়ারল্যান্ডের জোট সরকার৷ এরফলে সেদেশের নির্বাচন আরো ত্বরান্বিত হতে পারে৷ ইতিমধ্যে অবশ্য একবার নির্বাচনের তারিখ বদলে মার্চ মাসে এগিয়ে আনা হয়েছে৷

https://p.dw.com/p/101Pe
আইরিশ প্রধানমন্ত্রী ব্রায়ান কাউয়েনছবি: AP

জোটে নেই সবুজ দল

সবুজ দলের নেতা জন গার্মলে বলেছেন, জোট সঙ্গী ফিয়ানা ফয়েলের দিকে চেয়ে থাকার মতো ধৈর্য তাদের আর নেই৷ সবুজরা আশা করেছিল, ফিয়ানা ফয়েলের শীর্ষ পদ নিয়ে সৃষ্ট সংশয় নিরসনে সক্ষম হবে দলটি৷ কিন্তু সেক্ষেত্রে চূড়ান্তভাবে কোন সিদ্ধান্ত এখনো না আসায়, ধৈর্যের বাঁধ ভেঙ্গেছে সবুজদের৷ যার ফলশ্রুতিতে জোট থেকে বেরিয়ে এসেছে এই দল৷

এদিকে, সবুজদের প্রস্থানের ফলে আরো খানিকটা চাপে পড়লেন আইরিশ প্রধানমন্ত্রী ব্রায়ান কাউয়েন৷ গত শনিবারই ফিয়ানা ফয়েলের শীর্ষ পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি৷ এরসঙ্গে নতুন করে যোগ হলো সবুজদের বিরোধ৷ পার্লামেন্টেও সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে তাঁর দল৷ এই সুযোগে বিরোধীরা নির্বাচন এগিয়ে আনার জোর দাবি জানিয়েছে৷

প্রধানমন্ত্রীর পদ ছাড়ছেন না কাউয়েন

কাউয়েন রবিবার সাফ জানিয়েছেন, নির্বাচনের আগে গদি ছাড়ার কোন ইচ্ছাই তাঁর নেই৷ অবশ্য নির্বাচন সম্ভবত আর মার্চ অবধি গড়াচ্ছে না৷ আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই আয়ারল্যান্ডে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে৷

ফিয়ানা ফয়েল-এর শীর্ষ পদ

ইতিমধ্যে এই পদ নিয়ে লড়াই শুরু হয়ে গেছে৷ সাবেক পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী মিচেল মার্টিন পার্টি প্রধানের পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন৷ অর্থমন্ত্রী ব্রায়ান লেনিহানও আছেন প্রতিদ্বন্দ্বীর তালিকায়৷ রবিবার তিনি পার্টি প্রধানের পদের জন্য ক্যাম্পেইনও শুরু করেছেন৷ এছাড়া আরো দুই নেতা শীর্ষ পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন৷ তবে, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ফিয়ানা ফয়েলের পরবর্তী শীর্ষ নেতা হিসেবে মার্টিনের দিকেই ভোট বেশি৷ আগামী বুধবার বিষয়টির চূড়ান্ত হবে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য